রোববার; ২৭ এপ্রিল ২০২৫; ১৪ বৈশাখ ১৪৩২

টেলিযোগাযোগ খাতের লাইসেন্স হবে তিন স্তরে ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

টেলিযোগাযোগ খাতের লাইসেন্স হবে তিন স্তরে

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৫:০১, ২৩ এপ্রিল ২০২৫

দেশের টেলিযোগাযোগ খাতকে নতুন করে সাজাতে নেটওয়ার্ক ও লাইসেন্সিং কাঠামোতে ব্যাপক পরিবর্তনের এক পথ নকশা প্রকাশ করেছে বিটিআরসি। নতুন লাইসেন্সিং কাঠামো প্রযুক্তি-নিরপেক্ষ করার পাশাপাশি নীতিমালায় লাইসেন্স তিনটিতে নামিয়ে আনা হচ্ছে। একই লাইসেন্সের আওতায় একাধিক ধরনের সেবা দিতে পারবেন অপারেটররা। ভয়েস, ডেটা (ইন্টারনেট), ভ্যালু অ্যাডেড সার্ভিস (ভ্যাস) ও ওভার-দ্য-টপ (ওটিটি) সার্ভিস দেওয়ার সুযোগ থাকছে নতুন লাইসেন্স নীতিমালায়। এছাড়া বিদেশি বিনিয়োগ আকর্ষণে এনআইসিএসপি লাইসেন্সে সর্বোচ্চ ৭০ এবং আইসিএসপি লাইসেন্সে ৪৯ শতাংশ পর্যন্ত বিদেশি মালিকানা থাকার সুযোগ সৃষ্টি করা হয়েছে। 

মঙ্গলবার (২২ এপ্রিল) টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং কাঠামো সংস্কার নীতিমালা ২০২৫-এর খসড়া প্রকাশ করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এতে পুরোনো নীতিমালায় ব্যাপক সংস্কার ও নতুন নতুন নীতির কথা বলা হয়েছে।

খসড়া নীতিমালায় তিনটি মূল লাইসেন্স ক্যাটাগরি প্রস্তাব করা হয়েছে। একসেস নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার (এনএনএসপি) মোবাইল ও ফিক্সড অপারেটরদের জন্য। ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কানেক্টিভিটি সার্ভিস প্রোভাইডার (এনআইএসপি) ফাইবার, টাওয়ার ও ব্যাকহল নেটওয়ার্কের জন্য এবং আন্তর্জাতিক ভয়েস ও ডেটা সংযোগের জন্য থাকবে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি সার্ভিস প্রোভাইডার (আইসিএসপি)। স্থানীয় পর্যায়ের ইন্টারনেট ও টেলিকম সেবা প্রদানকারীদের জন্য দুটি এনলিস্টমেন্ট ক্যাটাগরি প্রস্তাব করা হয়েছে, স্মল আইএসপি সার্ভিস ও স্মল টেলিকম সার্ভিস।

নীতিমালায়, দেশের নিজস্ব কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক (সিডিএন), হাইপারস্কেলার এবং ডেটা সেন্টারগুলোকে উৎসাহিত করার জন্য বিশেষ কানেক্টিভিটি সুবিধা নিশ্চিত করার কথা উল্লেখ রয়েছে।

দ্বিতীয় ধাপে বিটিআরসি নতুন লাইসেন্স ক্যাটাগরির পথরেখা বা নির্দেশনা কার্যকর করার পরেই কেবল নতুন লাইসেন্স ক্যাটাগরিতে আবেদন করা যাবে। পুরনো লাইসেন্সধারীরা কেবল নতুন কাঠামোর আওতায় রিনিউ করতে পারবে এবং বিদ্যমান লাইসেন্সধারীরা নির্ধারিত পথরেখা অনুযায়ী নতুন লাইসেন্স ক্যাটাগরিতে পরিবর্তনের সুযোগ পাবে।

২০২৭ সাল থেকে শুরু হবে তৃতীয় ধাপের নীতি বাস্তবায়ন। এই সময়ের মধ্যে সব ধরনের বিদ্যমান লাইসেন্সধারীরা নতুন কাঠামোর অধীনে স্থানান্তরিত হবে।

খসড়াটি বিটিআরসির ওয়েব সাইটে পাওয়া যাবে। ৩০ এপ্রিলের মধ্যে ই-মেইলে মতামত দেওয়া যাবে। পাশাপাশি ডাকযোগে কমিশনার (ইঅ্যান্ডও) বরাবর মতামত পাঠানো যাবে।

এমএএইচ

শেয়ার করুনঃ