.png)

রোবট নিয়ে শুরু হচ্ছে ২ প্রতিযোগিতা
Published : ১১:৪৭, ২০ এপ্রিল ২০২৫
তরুণ শিক্ষার্থীদের রোবটিকসে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তরুণদের কাছে রোবট বিজ্ঞান বা রোবোটিকসের সম্ভাবনার খবর পৌঁছে দিতে দুটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গ্রোয়িং ফিউচার ইনোভেটর ও রোবো স্টার্টার- এই দুই উদ্যোগের মাধ্যমে দেশের ৩০০ শিক্ষার্থী ও ৩০ জন মেন্টরকে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া দেশে ও বিদেশে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগও দেওয়া হবে।
শনিবার (১৯ এপ্রিল) ধানমন্ডির ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আয়োজকেরা এসব তথ্য জানান।
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের (ডাব্লিউআরও) প্রকল্প ব্যবস্থাপক জোনাস জাগাথা এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। ডাব্লিউআরওর সহযোগিতায় এই দুটি উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। অনুষ্ঠানে একই সঙ্গে দেশে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৫-এর কার্যক্রমও সূচনা হয়।
জোনাস জাগাথা জানিয়েছেন, আন্তর্জাতিক রোবটিকস পরিমণ্ডলে তরুণদের অংশগ্রহণ ও দক্ষতা বাড়াতে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকোর পৃষ্ঠপোষকতায় এই উদ্যোগ দুটি শুরু হয়েছে। উদ্যোগ দুটিতে বাংলাদেশ ফোকাস কান্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে। বিডিওএসএন ৫০ সেট রোবট তৈরির উপকরণ সংগ্রহ করেছে, যার মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হবে।
আয়োজকেরা জানান, এই উদ্যোগের ফলে চলতি বছরে দেশে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের কার্যক্রম বিস্তৃত হবে। চলতি বছর জাতীয় ও সিঙ্গাপুরের আন্তর্জাতিক পর্ব ছাড়াও বাংলাদেশের শিক্ষার্থীরা ফিলিপাইন ও সৌদি আরবের উন্মুক্ত প্রতিযোগিতায়ও অংশ নিতে পারবে। অনুষ্ঠানে উদ্যোগ দুটির বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন বিডিওএসএনের প্রোগ্রাম অফিসার ও উদ্যোগের সমন্বয়ক মাহেরুল আযম কোরেশী।
শুভেচ্ছা বক্তব্যে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা মনির হোসেন বলেন, এখন থেকে ক্রিয়েটিভ আইটির বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য রোবটিকস প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সেলেসটিয়াল টেকের প্রধান নির্বাহী শাহীন কবির ও বিডিওএসএনের সভাপতি মুনির হাসান।
এই উদ্যোগে ৩০ জন মেন্টরকে প্রশিক্ষণ দেওয়া হবে।
এমএএইচ