শনিবার; ১৯ এপ্রিল ২০২৫; ৬ বৈশাখ ১৪৩২

৫ এমবিপিএসের নিচে ব্রডব্যান্ড নয়, টার্গেট ২০ এমবিপিএস ছবি- সংগৃহীত

৫ এমবিপিএসের নিচে ব্রডব্যান্ড নয়, টার্গেট ২০ এমবিপিএস

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৭:০৪, ১৯ এপ্রিল ২০২৫

৫ এমবিপিএসের নিচের গতির ইন্টারনেট সেবা ব্রডব্যান্ড নয়, বরং এই গতির নিচের ইন্টারনেটকে ব্রডব্যান্ডের স্বীকৃতি থেকে বাতিল করা হবে বলে জানিয়েছে ফয়েজ আহমদ তৈয়্যব।

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের সম্মেলন কক্ষে দেশে প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট সেবার সমস্যা, সম্ভাবনা ও করণীয় নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশের (টিআরএনবি) আয়োজনে বৈঠকে সূচনা বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন। মূল আলোচনার ওপর একটি উপস্থাপনা তুলে ধরেন টিআরএনবি সাংগঠনিক সম্পাদক আল-আমীন দেওয়ান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি অনুষ্ঠান শেষে এক ফেসবুক পোস্টে জানান, আইএসপি অ্যাসোসিয়েশনগুলোর প্রতিশ্রুতি মতে এখন থেকে ৫০০ টাকার ইন্টারনেট প্যাকেজে ১০ এমবিপিএস গতির সেবা পাবেন গ্রাহকরা। এর মাধ্যমে ৫ এমবিপিএস এর নিম্ন গতিকে ব্রডব্যান্ডের স্বীকৃতি বাতিলের পথ সুগম হলো।

তিলি লিখেছন, আমরা চাই অতি দ্রুতই সর্বনিম্ন গতি হিসেবে ২০ এমবিপিএসের নিশ্চয়তা দেওয়া হবে। এজন্য ব্রডব্যান্ড ইন্টারনেট প্রোভাইডারদের অ্যাকটিভ শেয়ারিংসহ প্রয়োজনীয় পলিসি সাপোর্ট দিতে নীতি সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এমদাদ উল বারী।

টিআরএনবির সভাপতি সমীর কুমার দের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আলোচনা করেন মোবাইল অপারেটরদের সংগঠন এমটবের মহাসচিব মোহাম্মদ জুলফিকার, আইএসপিএবি সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঞা।

আলোচনায় অংশ নেন ফাইবার অ্যাট হোমের চেয়ারম্যান মঈনুল হক সিদ্দিকী, টেলিটক বাংলাদেশের প্রধান বিপণন কর্মকর্তা এটিএম সাইফুর রহমান খান, বাংলালিংকের চিফ কর্পোরেট ও রেগুলেটরি অফিসার তাইমুর রহমান, রবির কোম্পানি সেক্রেটারি ও চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম প্রমুখ।

এমএএইচ

শেয়ার করুনঃ