.png)

আইএসপিএবি নির্বাচন: মনোনয়ন জমা দিয়েছেন ২৪ জন
Published : ১৭:০৩, ১৭ এপ্রিল ২০২৫
দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৭ মে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন বিকাল ৫টার মধ্যে ২৪ জন মনোনয়ন জমা দেন। সাধারণ সদস্যদের মধ্য থেকে ১৪ এবং সহযোগী সদস্যদের ৪ পদের বিপরীতে ১০টি মনোনয় জমা পড়েছে।
আইএসপিএবির ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের মনোনয়ন বিক্রি হয় ২৭টি। এর মধ্যে সাধারণ সদস্যদের মধ্য থেকে ৯টি পদের বিপরীতে ১৭ এবং সহযোগী সদস্যদের ৪টি পদের বিপরীতে ১০টি আবেদন বিক্রি হয়।
তফসীল অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল বিকাল ৪টায় বৈধ মনোনয়ন প্রকাশ এবং ২৭ এপ্রিল ৫টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এর আগে বেলা ২টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ থাকবে। আর ১৭ মে রাজধানীর মিন্টু রোডে অবস্থিত শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।
নির্বাচন বোর্ডে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন মোহাম্মাদ আলী। অপর দুই সদস্য হলেন- রাহিব হোসেন ও এরশাদ হোসেন।
এমএএইচ