শনিবার; ১৯ এপ্রিল ২০২৫; ৬ বৈশাখ ১৪৩২

লাইসেন্সের জন্য বিটিআরসিতে আবেদন করেছে স্টারলিংক ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

লাইসেন্সের জন্য বিটিআরসিতে আবেদন করেছে স্টারলিংক

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১১:১৬, ১৭ এপ্রিল ২০২৫

লাইসেন্সের জন্য টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে আবেদন করেছে স্টারলিংক। এর আগে প্রতিষ্ঠানটি বাংলাদেশে কার্যক্রম শুরু করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনুমোদন পেয়েছে। এখন সেবা দিতে স্টারলিংকের বিটিআরসির লাইসেন্স প্রয়োজন। স্টারলিংক বিশ্বের বিভিন্ন দেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা দিয়ে থাকে।  

দেশে সদ্য সমাপ্ত বিনিয়োগ সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছিলেন, স্টারলিংক বিটিআরসিতে লাইসেন্সের জন্য আবেদন করেছে। সে সময় তিনি জানিয়েছিলেন, স্টারলিংকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিডা অনুমোদন দিয়ে দিয়েছে।  

আরও জানা গেছে, বাংলাদেশে ইন্টারনেট সেবা দিতে বিদেশি একাধিক প্রতিষ্ঠান বিটিআরসিতে যোগাযোগ করেছে। কিন্তু আবেদন করেছে শুধু স্টারলিংক।

জানা গেছে, গত ২৫ মার্চ প্রণয়ন করা নন-জিওস্টেশনারি অরবিট (এনজিএসও) নীতিমালার আওতায় লাইসেন্স পাওয়া প্রথম প্রতিষ্ঠান হবে স্টারলিংক। নীতিমালা মতে, আবেদন ও প্রক্রিয়াকরণ ফি ধরা হয়েছে পাঁচ লাখ টাকা, লাইসেন্স ফি ১০ হাজার ডলার এবং বার্ষিক ফি ৩০ হাজার ডলার। প্রতিটি টার্মিনালের জন্য বার্ষিক স্টেশন বা টার্মিনাল ফি হিসেবে এক ডলার করে আদায় করা হবে। তবে শুধু আইওটি সেবা দিতে ব্যবহার করা টার্মিনালের জন্য কোনও ফি দিতে হবে না।

লাইসেন্সধারীদের প্রথম দুই বছর কোনও রাজস্ব ভাগাভাগি করতে হবে না। তৃতীয় থেকে পঞ্চম বছর পর্যন্ত মোট আয়ের তিন শতাংশ এবং ষষ্ঠ বছর থেকে আয়ের সাড়ে পাঁচ শতাংশ সরকারকে দিতে হবে। চূড়ান্ত নীতিমালায় স্যাটেলাইট সেবা প্রদানকারীদের ইন্টারনেট ট্রাফিক স্থানীয় গেটওয়ের (ডিপ প্যাকেট ইন্সপেকশন-ডিপিআই) মাধ্যমে পরিচালনা করতে এবং ডেটা ট্রান্সমিশনের জন্য একটি আইআইজিতে (ইন্টারনেট গেটওয়ে) সংযুক্ত হতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সাল থেকে দেশের বাজারে আসার চেষ্টা করছে স্টারলিংক। বিগত সরকারের আমলে স্টারলিংকের কারিগরি পরীক্ষা-নিরীক্ষা করা হয়। গত মার্চে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নির্দেশনা দেন, স্টারলিংক যেন ৯০ দিনের মধ্যে বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করতে পারে সেটা নিশ্চিত করতে হবে।

এমএএইচ

শেয়ার করুনঃ