বুধবার; ১৬ এপ্রিল ২০২৫; ২ বৈশাখ ১৪৩২

বাংলালিংকের ডেপুটি সিইও জহরত আদিব চৌধুরী জহরত আদিব চৌধুরী

বাংলালিংকের ডেপুটি সিইও জহরত আদিব চৌধুরী

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৮:৪০, ১৫ এপ্রিল ২০২৫

বাংলালিংকের ডেপুটি সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন জহরত আদিব চৌধুরী। জহরত ২০১৪ সালে বাংলালিংকের চিফ লিগ্যাল অফিসার অ্যান্ড কোম্পানি সেক্রেটারি হিসেবে যোগদান করেন। বিভিন্ন খাতে ২০ বছরেরও বেশি সময় কাজ করার অভিজ্ঞতা আছে জহরতের।

গ্রাহকদের জন্য ব্যতিক্রমী ও নিরবচ্ছিন্ন সেবা প্রদান অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে ডেপুটি সিইও হিসেবে জহরত সিনিয়র লিডারশিপ টিমের সাথে নিবিড়ভাবে কাজ করে বাংলালিংকের কৌশলগত দিকনির্দেশনা ঠিক করবেন এবং দেশের জন্য নতুন সম্ভাবনার সুযোগ তৈরি করতে উদ্যোগ গ্রহণ করবেন। আইন, কর্পোরেট গভর্নেন্স ও ইএসজি সংশ্লিষ্ট বর্তমান দায়িত্বের পাশাপাশি, তিনি বাংলালিংকের ডিজিটাল আর্থিক সেবার লক্ষ্য পূরণে কাজ করে যাবেন।

বাংলালিংকের সিইও ইওহান বুসে বলেন, নতুন ডেপুটি সিইও হিসেবে নিয়োগ পাওয়ায় জাহরাতকে অভিনন্দন।

নিজের অনুভূতি ব্যক্ত করে জহরত আদিব চৌধুরী বলেন, বাংলালিংক ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এমন সময় নতুন এই ভূমিকা গ্রহণ করতে পেরে আমি উচ্ছ্বসিত।

উল্লেখ্য, ইংল্যান্ডের লিংকনস ইন থেকে ব্যারিস্টার অ্যাট ল সম্পন্ন করা জহরাত হার্ভার্ড বিজনেস স্কুলের প্রাক্তন শিক্ষার্থী।

এমএএইচ

শেয়ার করুনঃ