সোমবার; ১৪ এপ্রিল ২০২৫; ১ বৈশাখ ১৪৩২

দেশের ৭২ শতাংশ পরিবার স্মার্টফোন ব্যবহার করে ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

দেশের ৭২ শতাংশ পরিবার স্মার্টফোন ব্যবহার করে

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১২:১৬, ১২ এপ্রিল ২০২৫

দেশের ৭২ দশমিক ৩ শতাংশের বেশি পরিবার অন্তত একটি করে স্মার্টফোন ব্যবহার করে। সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের আইসিটির প্রয়োগ ও ব্যবহার বিষয়ক ত্রৈমাসিক জরিপে এ তথ্য উঠে এসেছে। তার আগের প্রান্তিকে যা ছিল ৭০ শতাংশ।

জরিপের তথ্য থেকে জানা গেছে, স্মার্টফোন ব্যবহার বাড়লেও সে তুলনায় ইন্টারনেটের ব্যবহার খুব একটা বাড়েনি। গত ডিসেম্বর মাস শেষে দেশের ৫২ দশমিক ৪ শতাংশ পরিবার সরাসরি ইন্টারনেট ব্যবহারকারী ছিল। গত জুলাইসেপ্টেম্বর প্রান্তিকে যা ছিল ৫০ দশমিক ৪ শতাংশ। দেশের প্রায় অর্ধেক পরিবার এখনও ইন্টারনেটের বাইরে।

বিশ্বব্যাংকের ডিজিটাল অগ্রগতি ও প্রবণতা প্রতিবেদন ২০২৩- অনুযায়ী দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর মধ্যে স্মার্টফোন ব্যবহারের হার প্রায় ৫২ শতাংশ। গত অক্টোবর মাসে প্রকাশিত গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশনের (জিএসএমএ) জরিপে বলা হয়, বাংলাদেশে শহরের ৪১ শতাংশ এবং গ্রামের ২৬ শতাংশ মানুষ স্মার্টফোন ব্যবহার করেন।

এমএএইচ

শেয়ার করুনঃ