মঙ্গলবার; ১৫ এপ্রিল ২০২৫; ১ বৈশাখ ১৪৩২

স্টারলিংকের ইন্টারনেটে কত গতি পাওয়া গেল ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

স্টারলিংকের ইন্টারনেটে কত গতি পাওয়া গেল

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৬:৪৩, ৯ এপ্রিল ২০২৫

ঢাকায় চলমান বিনিয়োগ সম্মেলনে চালু হলো স্যাটেলাইটভিত্তিক স্টারলিংকের ইন্টারনেট সেবা। সেই সেবা ব্যবহার করে সম্প্রচার করা হলো বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান। এতে কারিগরি সহায়তা দিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

জানা গেছে, সম্মেলনের সব সেশন স্টারলিংকের উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করে সরাসরি সম্প্রচার করা হয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রচার কার্যক্রমে বিএসসিএলের কারিগরি দল অংশ নেয়। বিএসসিএল বর্তমানে স্টারলিংকের টার্মিনাল স্থাপন, সংযোগ যাচাই ও সম্প্রচার স্থিতিশীলতা নিশ্চিত করতে কাজ করছে বলে জানা গেছে।

তা স্টারলিংকের ইন্টারনেটের গত কত ছিল? সম্মেলনে অংশ নেওয়া অনেকেই হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্থাপন করা স্টারলিংকের ইন্টারনেটে সংযুক্ত হয়েছেন ওয়াই-ফাইয়ের মাধ্যমে। অনেক কত গতি পেয়েছেন তা পরীক্ষা করে ফেসবুকে পোস্টও দিয়েছেন। সেসব ছবি ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা গেছে ইন্টারনেট স্পিড পাওয়া গেছে ১৭০ এমবিপিএস। ল্যাটেন্সি ছিল অনলোডেড ৮৭ মিলিসেকেন্ড, লোডেড ১২২ মিলিসেকেন্ড। আপলোড স্পিড ছিল ৪.৪ এমবিপিএস।

এমএএইচ

শেয়ার করুনঃ