সোমবার; ০৭ এপ্রিল ২০২৫; ২৪ চৈত্র ১৪৩১

লাইসেন্সে ইন্টারনেট বন্ধের কোনও সুযোগ রাখা হয়নি: ফয়েজ আহমদ ছবি- সংগৃহীত

লাইসেন্সে ইন্টারনেট বন্ধের কোনও সুযোগ রাখা হয়নি: ফয়েজ আহমদ

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৪:৪৩, ৭ এপ্রিল ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকার এক মুহূর্তের জন্যও ইন্টারনেট বন্ধ করতে চায় না। আগামীতে কখনও যাতে ইন্টারনেট বন্ধ করা না যায়, সে জন্য বর্তমান সরকার কাজ করছে। ইন্টারনেট বন্ধ ঠেকাতে সরকার চারটি পর্যায়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব।

সোমবার (৭ এপ্রিল) ঢাকায় একটি পাঁচতারা হোটেলে শুরু হওয়া চার দিনের বিনিয়োগ সম্মেলনের প্রথম দিন অনুষ্ঠিত এক সেমিনারে ফয়েজ আহমদ তৈয়্যব এ কথা বলেন। মূলত বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে এই সম্মেলন আয়োজন করা হয়েছে।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, সাইবার সিকিউরিটি অধ্যাদেশে ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দিচ্ছে সরকার। এটা এ সপ্তাহের শেষে চূড়ান্ত হচ্ছে। বিগত সরকারের আমলে কীভাবে ইন্টারনেট শাটডাউন করা হয়েছিল, তা অনুসন্ধান করা হয়েছে। এনজিএসও (নন-জিওস্টেশনারি অরবিট) লাইসেন্স গাইডলাইনে ইন্টারনেট বন্ধের কোনও সুযোগ রাখা হয়নি। এছাড়া বিদ্যমান টেলিকম আইন পরিবর্তন করে এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়া হবে, যেন ভবিষ্যতে ইন্টারনেট বন্ধের সুযোগ না থাকে।

সেমিনারে জানানো হয়, ক্ষুদ্র আইএসপি পর্যায়ে ১০ থেকে ২০ শতাংশ এবং বড় আইএসপি পর্যায়ে ৫০ শতাংশ পর্যন্ত দাম কমানো হয়েছে। মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের নীতি সহায়তা দেওয়া হচ্ছে, যার মাধ্যমে উন্নত সেবা দেওয়া সম্ভব। আরও জানানো হয়, গেটওয়ে (আইআইজি) পর্যায়ে ১০ শতাংশ দাম কমানো হয়েছে। বড় গ্রাহকদের জন্য আরও ১০ শতাংশ দাম কমানো হয়েছে। ফলে ইন্টারনেটের দাম ওপর একটা প্রভাব পড়বে।

প্রসঙ্গত, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে রাজধানীর একটি হোটেলে সোমবার (৭ এপ্রিল) শুরু হয়েছে চার দিনের বিনিয়োগ সম্মলেন। সম্মেলনের একটি পর্বে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, নতুন উদ্যোক্তাদের সহায়তা দিতে ৮০০-৯০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেখান থেকে শুধু স্টার্টআপ কোম্পানিগুলোকে মূলধন জোগান দেওয়া হবে।

সম্মেলন শেষ হবে ১০ এপ্রিল। তবে ৯ এপ্রিল সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের মাধ্যমে।

এমএএইচ

শেয়ার করুনঃ