.png)

বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেলো স্টারলিংক
Published : ১৯:৩৫, ৬ এপ্রিল ২০২৫
বাংলাদেশে ব্যবসায় করার অনুমোদন পেয়েছে ইলন মাস্কের স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক।
রবিবার (৬ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫ উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিডার (বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ) ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত মাসের ২৯ তারিখে আমরা অনুমোদন দিয়েছি।
উল্লেখ্য, বিদেশি কোম্পানিকে বাংলাদেশে ব্যবসা করতে হলে বিডা থেকে নিবন্ধন নিতে হয়।
বিনিয়োগ সম্মেলনে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) সঙ্গে একটি বেসমারিক চুক্তি হতে পারে বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
এমএএইচ