সোমবার; ০৭ এপ্রিল ২০২৫; ২৪ চৈত্র ১৪৩১

ইউটিউবে ভুয়া ভিডিও আপলোড করলে বন্ধ হতে পারে আয় ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ইউটিউবে ভুয়া ভিডিও আপলোড করলে বন্ধ হতে পারে আয়

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৪:৪০, ৬ এপ্রিল ২০২৫

ইউটিউবের নীতিমালায় বলা আছে, দর্শকদের বিভ্রান্ত করতে পারে এমন বা প্রতারণা বিষয়ক তথ্য ছড়ায় এমন কনটেন্ট অনুমোদন দেবে না। ফলে ভুয়া কনটেন্ট প্রকাশ করা হলে তা ইউটিউবারদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।

সম্প্রতি দেখা যাচ্ছে, ইউটিউবে চলচ্চিত্রের ভুয়া ট্রেলার প্রচার হতে। অনেকে তাতে এআই যোগ করে আরেকটু উন্নতমানের করতে চায়। এসব বিভ্রান্তি তৈরি করায় তা নজরে পড়েছে ইউটিউব কর্তৃপক্ষের।  

বিনোদনধর্মী ওয়েবসাইট ডেডলাইন বলেছে, ইউটিউবের নতুন এই উদ্যোপগের ফলে স্ক্রিন কালচার ও কেএইচ স্টুডিও নামের দুটি জনপ্রিয় চ্যানেল আয়ের সুযোগ হারিয়েছে। এই চ্যানেল দুটোর সম্মিলিত গ্রাহক সংখ্যা ২০ লাখের বেশি। এরমধ্যে ইউটিউব চ্যানেল দুটো পার্টনার প্রোগ্রাম থেকে বাদ দিয়েছে। ফলে তারা বিজ্ঞাপন থেকে আয় করতে পারবে না। তাদের আপিল করার সুযোগ রয়েছে যদিও।

বিবৃতিতে কেএইচ স্টুডিও বলেছে, তিন বছর ধরে আমি কেএইচ স্টুডিও চালিয়ে আসছি। আমার উদ্দেশ্য ছিল সৃজনশীল ভাবনাগুলো উপস্থাপন করা। ইউটিউবের এই সিদ্ধান্ত হতাশার।

এমএএইচ

শেয়ার করুনঃ