সোমবার; ০৭ এপ্রিল ২০২৫; ২৪ চৈত্র ১৪৩১

ঈদে ঢাকার বাইরে যায় ১ কোটি ১৪ লাখ সিম ব্যবহারকারী, ফিরেছে ৬০ লাখ ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ঈদে ঢাকার বাইরে যায় ১ কোটি ১৪ লাখ সিম ব্যবহারকারী, ফিরেছে ৬০ লাখ

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৮:২৪, ৫ এপ্রিল ২০২৫

ঈদ পালনে ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ৮ দিনে ১ কোটি ১৪ লাখ ৭১ হাজার ৪৩২ মোবাইল সিম ব্যবহারকারী ঢাকার বাইরে গিয়েছিলেন। একই সময়ে ৫৯ লাখ ৭৯ হাজার ৪৫০ সিম ব্যবহারকারী ঢাকায় ঢুকেছেন। শনিবার বিকেলে আইসিটি বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে।

শনিবার (৫ এপ্রিল) সকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত) নিজের ফেসবুক আইডিতে জানিয়েছিলেন, (টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য অনুসারে) ঈদের ছুটির সাত দিনে ১ কোটি ৭ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ত্যাগ করেছেন।

তবে শুক্রবার (৪ এপ্রিল) সবচেয়ে বেশি ১৫ লাখ ৩৯ হাজার ১৭১ সিমধারী ঢাকায় ফিরেছেন। এদিন ঢাকার বাইরে গেছেন ৭ লাখ ৪২ হাজার ২৭৭ সিম ব্যবহারকারী। 

ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, চার মোবাইল ফোন অপারেটরের মধ্যে ২৮ মার্চ থেকে ঈদের দিন ৩১ মার্চ পর্যন্ত ৭৭ লাখ ৪৫ হাজার ৯৮৫ সিম ব্যবহারকারী ঢাকা ছাড়েন। এরপর ১ থেকে ৩ এপ্রিল ছাড়েন ২৯ লাখ ৮৩ হাজার ১৭০ সিম ব্যবহারকারী। সবচেয়ে বেশি ২৩ লাখ ৯৪ হাজার ৪৬১ সিম ব্যবহারকারী ঢাকা ছাড়েন ৩০ মার্চ।

এমএএইচ

শেয়ার করুনঃ