শুক্রবার; ০৪ এপ্রিল ২০২৫; ২১ চৈত্র ১৪৩১

টেশিসকে হাইটেক পার্ক করা হচ্ছে ছবি: সংগৃহীত

টেশিসকে হাইটেক পার্ক করা হচ্ছে

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৬:৫১, ১ এপ্রিল ২০২৫

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিষ্ঠান টেলিফোন শিল্প সংস্থাকে (টেশিস) হাইটেক পার্কে রূপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার।  প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তয়্যৈব ১ এপ্রিল (মঙ্গলবার) নিজের ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছেন।  তিনি জানিয়েছেন, ঈদের ঠিক আগে আগে টেশিসকে এই রূপান্তরের অনুমোদন দিয়েছেন।  তার এ কাজে টেলিকম সচিব ড. মো. মুশফিকুর রহমান ও আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী সহযোগিতা করেছেন।

টেশিসকে হাইটেক পার্কে রূপান্তরের বিষয়ে ফয়েজ ফেসবুক পোস্টে বলেছেন,  ১৯৬৩ সালে জার্মানির সিমেন্সের হাত ধরে প্রতিষ্ঠিত সফল প্রতিষ্ঠান টেশিসকে মেরে ফেলা হয়েছে। মাঝখানে দোয়েল ল্যাপটপের হাইপ ওঠানো হয়েছে।  ভিতরে ভিতরে দোয়েল উৎপাদন হয়েছে মালোয়েশিয়াতে, এখানে অ্যাসেম্বিলিং হয়েছে মাত্র।  শত শত দোয়েল ল্যাপটপ অবিক্রিত।  ল্যান্ডফোন সেট বানাতো কোম্পানিটি, সেটা বাটন বা ফিচার ফোন বানানোর সক্ষমতায় পৌঁছানো যায়নি।

বাংলাদেশে ওয়াইফাই রাউটার, বুস্টার, চার্জার ইত্যাদি মোবাইল টেলিফোনের সব ধরনের এক্সেসরিজ এখনও আমদানি করা হয়।  এটা ইমাজিন করতে কষ্ট হয় যে দেশের প্রায় শতভাগ ইউএসবি কেবল, পাওয়ার কেবল, অ্যাডাপ্টর ইত্যাদি আমদানি করা লাগে।  সাধারণ পিএবিএক্স বিদেশ থেকে আসে।  কর্মসংস্থান কিভাবে হবে! বিশেষ এই লো টেক প্রোডাক্টগুলোর জন্য সংস্থাটিকে কিভাবে ঢেলে সাজানো যায় তার জন্য এর মহাপরিচালকের সাথে আলাপ হয়েছে।  প্রধান উপদেষ্টা চাইনিজ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টগুলোকে বাংলাদেশে আনতে উৎসাহিত করেছেন।  এখানে টেলিফোন শিল্প সংস্থার বিদ্যমান অবকাঠামগত সক্ষমতাকে কিভাবে ইন্টিগ্রেট করা যায় তার চিন্তা করছি!

এমএএইচ

শেয়ার করুনঃ