শুক্রবার; ০৪ এপ্রিল ২০২৫; ২১ চৈত্র ১৪৩১

নিজের অন্য প্রতিষ্ঠানের কাছে এক্স-কে বিক্রি করলেন ইলন মাস্ক ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

নিজের অন্য প্রতিষ্ঠানের কাছে এক্স-কে বিক্রি করলেন ইলন মাস্ক

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ২৩:৩১, ২৯ মার্চ ২০২৫

ইলন মাস্ক তার নিজস্ব প্রতিষ্ঠান এক্স-কে তারই অপর আরেকটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিয়েছেন।  যে কোম্পানির মূল্যমান ৩৩ বিলিয়ন ডলার।  যদিও প্রতিষ্ঠানটির ১২ বিলিয়ন ডলারের ঋণ রয়েছে।  এই ঋণ ক্রেতা প্রতিষ্ঠানকে বহন করতে হবে বলে মাস্ক ঘোষণা দিয়েছেন।    

শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় ইলন মাস্ক ঘোষণা করেন, তার কোম্পানি 'এক্স' নিজের কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি 'এক্সএআই'-এর কাছে বিক্রি করে দিয়েছেন।

২০২২ সালে ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলার দিয়ে টুইটার কিনে নেন। বর্তমানে এক্স-এর ৬০০ মিলিয়ন অর্থাৎ ৬০ কোটি গ্রাহক রয়েছে। এক্সএআই-এর মার্কেট ভ্যালু ৮০ বিলিয়ন ডলার। এক্স-এর মার্কেট ভ্যালু ৩৩ বিলিয়ন ডলার।

মাস্ক তার এক্স-পোস্টে বলেছেন, এক্সএআই এবং এক্স-এর ভবিষ্যৎ একে অপরের সাথে জড়িত। আজ আমরা আনুষ্ঠানিকভাবে ডেটা, মডেল, গণনা এবং প্রতিভা একত্রিত করার পদক্ষেপ নিচ্ছি।

মাস্ক এক্স-এ তাৎক্ষণিকভাবে কোনও পরিবর্তনের ঘোষণা দেননি।  যদিও এক্সএআই-এর গ্রোক চ্যাটবট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সঙ্গে একীভূত করা হয়েছে।

২০২২ সালে 'টুইটার' নামে পরিচিত প্ল্যাটফর্মটি কেনার পর থেকে মাস্ক বেশ কিছু পরিবর্তন আনেন।  ফলে কিছু বড় বিজ্ঞাপনদাতা সরে যেতে বাধ্য হয়।  অধিগ্রহণের কয়েক মাসের মধ্যেই তিনি কোম্পানির ৮০ শতাংশ কর্মী ছাঁটাই করেন।  

সূত্র: দ্য ক্রিপ্টো টাইমস

এমএএইচ

শেয়ার করুনঃ