.png)

স্ক্রিনশটের তথ্য থেকে গুগল ম্যাপস জানাবে ভ্রমণ স্পটের তথ্য
Published : ২১:৪৩, ২৮ মার্চ ২০২৫
ভ্রমণের পরিকল্পনা সহজ করতে ব্যবহারকারীর ফোনের স্ক্রিনের স্ক্রিনশটের তথ্য বিশ্লেষণ করে চারপাশের ভ্রমণের সম্ভাব্য সব জায়গার তালিকা তৈরি করে দেখাবে গুগল ম্যাপস। নতুন এই ফিচার গুগল ম্যাপসের সার্চ ও হোটেল সার্ভিস অপশনে যোগ করা হবে বলে জানা গেছে।
গুগলের স্ক্রিনশট বিশ্লেষণ করার ফিচার চালু হলে ব্যবহারকারীর ফোনের স্ক্রিনের স্ক্রিনশটের আশপাশে থাকা ভ্রমণের স্থানগুলো পরিচিত ব্যক্তিরাও দেখতে পারবেন। ফলে সবার মতামত নিয়ে ভ্রমণের পরিকল্পনা করা যাবে। শুরুতে এই ফিচার যুক্তরাষ্ট্রে বসবাসরত আইফোন ব্যবহারকারীদের জন্য চালু করা হবে। তবে অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও ফিচারটি যুক্ত করা হবে।
অপরদিকে গুগল লেন্সের এআই ওভারভিউ ফিচার হিন্দি, ইন্দোনেশীয়, জাপানি, কোরীয়, পর্তুগিজ ও স্প্যানিশ ভাষায় চালু করা হবে বলে। এদিকে গুগল ফ্লাইটসে থাকা মূল্য ছাড়ের নোটিফিকেশন সুবিধা এবার গুগলের হোটেল সার্চেও যুক্ত করা হবে। ফিচারটি কাজে লাগিয়ে নির্দিষ্ট তারিখ ও গন্তব্যে যাওয়ার আগে সেখানকার বিভিন্ন হোটেলের মূল্য ছাড়ের আপডেটেড তথ্য জানা যাবে।
এমএএইচ