মঙ্গলবার; ০৮ এপ্রিল ২০২৫; ২৫ চৈত্র ১৪৩১

আইওএস ১৯ : কী পরিবর্তন থাকতে পারে ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

আইওএস ১৯ : কী পরিবর্তন থাকতে পারে

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ২৩:৪০, ২৬ মার্চ ২০২৫

আগামী জুনের ৯ তারিখে অনুষ্ঠ্যেয় অ্যাপলের সবচেয়ে বড় ইভেন্ট ডাব্লিউডাব্লিউডিসি২৫।  আশা করা যাচ্ছে, প্রতিবারের মতো এবারও ইভেন্টে অ্যাপল অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ আইওএস ১৯ উন্মোচিত হবে।  কিন্তু নতুন আইওএস এর ফিচার সম্পর্কে গুডম্যানই তো পূর্বে যেসব ধারণা দিয়েছিলেন সম্প্রতি জনপ্রসার এর শেয়ার করা একটি ভিডিওতে তেমন কোনও পরিবর্তন দেখা যাচ্ছে না। 

সংবাদমাধ্যম ম্যাকরিউমারস ডট কম জানায়, প্রচারের বর্ণনা খুব একটা ভালো হয়নি।  সেখানে দেখা যায় ডিজাইনে খুব অল্প কিছু পরিবর্তন এসেছে। মেসেজিং অ্যাপে কিছু পরিবর্তন দেখা গেছে যেমন, এর নেভিগেশন বাটনটা একটু ভিন্ন কি-বোর্ড আগের চেয়ে আরও বেশি সুন্দর,  লক স্ক্রিনে অল্প কিছু পরিবর্তন পাওয়া গেছে। 

প্রোজার বলেন, অ্যাপস, মেনু, সেটিংস এবং অন্যান্য স্থানকে আগের চেয়ে অনেক বেশি গোলীয় করা হয়েছে।  এই তথ্যটি অবশ্য গুরমেনও ইতোপূর্বে দিয়েছিলেন। যদিও গুরম্যান এর ধারণা অনুযায়ী আইওএস-৭ এর পরে এবার একটা বড় পরিবর্তন আসবে। তিনি বলেন, ইভেন্টের দিন হয়তো আমরা আরও অনেক বেশি কিছু দেখতে পাবো।

এমএএইচ

শেয়ার করুনঃ