মঙ্গলবার; ০৮ এপ্রিল ২০২৫; ২৫ চৈত্র ১৪৩১

বিনিয়োগ সম্মেলনে ইন্টারনেট সেবা দেবে স্টারলিংক ছবি- সংগৃহীত

বিনিয়োগ সম্মেলনে ইন্টারনেট সেবা দেবে স্টারলিংক

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৫:১৮, ২৪ মার্চ ২০২৫

এপ্রিলে ঢাকায় বসছে বিনিয়োগ সম্মেলনের আসর। ৭-১০ এপ্রিল ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বসবে এ আসর। এতে ৫০টির বেশি দেশের ৫৫০ জন বিদেশি বিনিয়োগকারী অংশ নেবেন বলে জানা গেছে। এরমধ্যে রয়েছে চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জাপানের বিনিয়োগকারীরা।

দেশ থেকে ২ হাজারের বেশি প্রতিষ্ঠানের প্রতিনিধি এতে অংশ নেবেন বলে জানা গেছে। ৭ তারিখে শুরু হলেও সম্মেলনের আসল পর্ব অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল। এদিন সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হবে ইলন মাস্কের ইন্টারনেট প্রতিষ্ঠান স্টারলিংকের ইন্টারনেট দিয়ে। এদিন মূলত স্টারলিংকের টেস্ট রান করা হবে।

সম্মেলনের কথা জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে রবিবার (২৩ মার্চ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এসব তথ্য জানান।

জানা যায়, নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে স্টারলিংকের ইন্টারনেট সেবা পরীক্ষামূলকভাবে চালু হবে। একে বলা হচ্ছে স্টারলিংকের ডেমো ডে। এই ইন্টারনেট সেবা ব্যবহার করে ৯ তারিখ থেকে সম্মেলনের সবগুলো ইভেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচার করা হবে। ৯০দিন পর এটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

বিডার চেয়ারম্যান জানান, সম্মেলনের প্রথম দুই দিন বিদেশি বিনিয়োগকারীরা ঢাকার বাইরে থাকবেন। এরমধ্যে ৭ এপ্রিল চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন। ৮ এপ্রিল তারা নারায়ণগঞ্জের আড়াই হাজারে জাপান অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন।

এমএএইচ

শেয়ার করুনঃ