মঙ্গলবার; ০৮ এপ্রিল ২০২৫; ২৫ চৈত্র ১৪৩১

বিদায় নিলেন এরিক অস ছবি: ইনফোটেক ইনসাইট ডট কম

বিদায় নিলেন এরিক অস

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ০০:১২, ২৪ মার্চ ২০২৫

মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বাংলাদেশের দায়িত্বকাল শেষ করলেন। বিদায় বেলায় তাই মিলিত হয়েছিলেন দীর্ঘদিনের গণমাধ্যম সহকর্মীদের সঙ্গে।  রবিবার (২৩ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে এরিক বিদায় বলে দিলেন বাংলাদেশকে। 

বিদায়ী ভাষণে নস্টালজিক হয়ে ওঠেন এরিক। স্মৃতিচারণ করেন দীর্ঘ কর্মজীবনের।  শেষে তথ্য ও টেলিযোগাযোগ বিটে কর্মরত সাংবাদিকদের এই খাতের বিকাশে তাদের অবদানের কথা স্মরণ করে শুভ কামনা জানিয়ে বিদায় নেন তিনি।

আপাতত গন্তব্য ব্যাংককে, তার পরিবারের কাছে।  সেখানে কয়েকদিন সময় কাটিয়ে ফের ফিরবেন বাংলাদেশে।  বাংলালিংকের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে চূড়ান্তভাবে বাংলাদেশ ছাড়বেন এরিক অস।  সবমিলিয়ে এরিক বাংলাদেশে কাটিয়ে গেলেন ১৩ বছর।  গ্রামীণফোন ও বাংলালিংকে কাজ করেছেন তিনি।  তবে শেষ বেলায় তার জন্মস্থান নরওয়েতে পরিবার নিয়ে থিতু হওয়ার পরিকল্পনা রয়েছে তার।  

বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমানের উপস্থিতিতে এরিকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) সভাপতি সমীর কুমার দে ও সাধারণ সম্পাদক এস এম মাসুদুজ্জামান রবিন।

বিদায়ী স্মারক তুলে দেন টেকনোলজি মিডিয়া গিল্ডের (টিএমজিবি) সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দিন ও সাধারণ সম্পাদক মোরসালিন জুনায়েদ।  এছাড়া বিদায়ী বাংলালিংক সিইও এরিক অসকে শুভ কামনা জানান বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সভাপতি হিটলার এ. হালিম ও সাধারণ সম্পাদক সাব্বিন হাসান।

এমএএইচ

শেয়ার করুনঃ