মঙ্গলবার; ০৮ এপ্রিল ২০২৫; ২৫ চৈত্র ১৪৩১

সাবমেরিন ক্যাবলের ব্যান্ডউইথের দাম কমছে ১০ শতাংশ ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

সাবমেরিন ক্যাবলের ব্যান্ডউইথের দাম কমছে ১০ শতাংশ

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৬:২৫, ২৩ মার্চ ২০২৫

সাবমেরিন ক্যাবলের ব্যান্ডউইথের দাম কমছে ১০ শতাংশ। গতকাল শনিবার (২২ মার্চ) কোম্পানির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড সার্ভিসের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর খরচ কমে আসবে।

রবিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ইন্টারনেটের দাম কমানোর জন্য সরকার কাজ করে যাচ্ছে। মানুষ যেন সাশ্রয়ে ইন্টারনেট পান, তার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। পাইকারি পর্যায়ে মূল্য কমানো তার মধ্যে অন্যতম। এ সিদ্ধান্তের ফলে ইন্টারনেটের আন্তর্জাতিক গেটওয়ে লেভেলে সব ব্যান্ডউইথের জন্য দাম ১০ শতাংশ কমে আসবে। এ ছাড়া ব্যাকবোন পর্যায়ে মোবাইল কোম্পানিগুলোকে ডিডব্লিউডিএম সুবিধা দেওয়ার কথা হচ্ছে। ফলে ট্রান্সমিশন বাবদ টেলিকম কোম্পানিগুলোর খরচ ৩৯ শতাংশ কমে যাবে।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ইতিমধ্যে টেলিকম অপারেটরদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। অপারেটররা ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের মূল্য ১০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনবেন বলে আশা করা যাচ্ছে।

এ বিষয়ে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, এর ফলে হয়তো মোবাইল ইন্টারনেটের দাম কমতে পারে। তবে আইএসপির ইন্টারনেটের দাম কমবে না। আমরা হয়তো কোয়ালিটি ভালো করতে পারবো, আগের চেয়ে বেশি ব্যান্ডউইথ দিতে পারবো। কারণ হিসেবে তিনি বলেন, আইআইজি লেভেলে রেভিনিউ শেয়ারিংয়ের বিষয়ে একটা জটিলতা রয়েছে। ওই জটিলতার সমাধান না হলে আমরা ইন্টারনেটের দাম কমাতে পারবো না।

এমএএইচ

শেয়ার করুনঃ