মঙ্গলবার; ০৮ এপ্রিল ২০২৫; ২৫ চৈত্র ১৪৩১

মোবাইল ফোন সেবায় কর কমানোর দাবি ছবি: সংগৃহীত

মোবাইল ফোন সেবায় কর কমানোর দাবি

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৬:৪১, ২০ মার্চ ২০২৫

মোবাইল ফোনে কথা বলা, ইন্টারনেট ব্যবহার ও মূল্য সংযোজিত সেবার (ভ্যাস) ওপর থেকে ২০ শতাংশ সম্পূরক শুল্ক ও ১ শতাংশ সারচার্জ কমানোর সুপারিশ করেছে মোবাইল ফোন অপারেটরগুলো। মোবাইল অপারেটরগুলোর প্রতিনিধিরা সম্পূরক শুল্ক ও সারচার্জ পুরোপুরি তুলে দেওয়ার দাবি জানিয়েছেন।

বুধবার (১৯ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের তথা এনবিআরের সাথে বাজেট পূর্ব আলোচনায় এই দাবি করা হয়। রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে এই আলোচনা অনুষ্ঠিত হয়।  এছাড়া সিমের ওপর থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের প্রস্তাব করা হয়।

অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। কথা বলা হয়।  জানা গেছে, এমটবের পক্ষ থেকে এনবিআরের কাছে ২৩ দফা দাবি পেশ করা হয়।

প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি মোবাইল ফোনের সিম কার্ড ব্যবহারের মাধ্যমে টেলিফোন সেবায় সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৩ শতাংশ করা হয়।  ৯ দিনের মাথায় সম্পূরক শুল্ক হার আগের জায়গায় ফেরত নেওয়া হয়েছিল।  আর এখন এমটব তা প্রত্যাহার চায়।

বাজেট আলোচনায় করপোরেট কর কমানোর দাবি জানিয়েছেন মোবাইল ফোন অপারেটরগুলোর প্রতিনিধিরা।  তাদের ভাষ্য, বর্তমান করের হার স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত মোবাইল অপারেটরদের ক্ষেত্রে ৪০ শতাংশ ও তালিকাহীন কোম্পানির জন্য ৪৫ শতাংশ। সাধারণ করপোরেট কর পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানির জন্য সাড়ে ২৭ শতাংশ এবং তালিকাভুক্ত কোম্পানির জন্য ২০ শতাংশ।  

এমটব মহাসচিব লে. কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার-সহ মোবাইল ফোন অপারেগুলোর শীর্ষস্থানীয় প্রতিনিধিরা বাজেট আলোচনায় অংশ নেন।

এমএএইচ

শেয়ার করুনঃ