মঙ্গলবার; ০৮ এপ্রিল ২০২৫; ২৫ চৈত্র ১৪৩১

৮ প্রতিষ্ঠানের ভেহিকেল ট্র্যাকিং সার্ভিস লাইসেন্স বাতিল ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

৮ প্রতিষ্ঠানের ভেহিকেল ট্র্যাকিং সার্ভিস লাইসেন্স বাতিল

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৫:৪৪, ১৮ মার্চ ২০২৫

দেশের ৮টি প্রতিষ্ঠানের ভেহিকেল ট্র্যাকিং সার্ভিস (ভিটিএস) লাইসেন্স  বাতিল করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। প্রতিষ্ঠানগুলোর লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া এবং মেয়াদ নবায়ন না করায় এগুলোর লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

লাইসেন্স বাতিলের তালিকায় রয়েছে, জিওন টেকনোলজিস লিমিটেড, গ্রিন আইটি সলিউশন্স, পিক্সেল নেট টেকনোলজিস লিমিটেড, এজিডি আইটি সলিউশন্স লিমিটেড, প্যারাডাইজ টেকনোলজিস লিমিটেড, আমরা নেটওয়ার্কস লিমিটেড, ডিঙ্গি টেকনোলজিস লিমিটেড ও ট্রাক লোড লিমিটেড।

প্রসঙ্গত, ভিটিএস হলো যেকোনও ধরনের যানবাহন খোঁজ করার প্রযুক্তি। এই প্রযুক্তিতে যেকোনও যানবাহনে একটি ডিভাইস বসানো হয়। ওই ডিভাইসে ব্যবহার হয় মোবাইলফোনের সিম এবং মোবাইল নেটওয়ার্ক। জিপিএস প্রযুক্তির মাধ্যমে এটা ব্যবহার করে গাড়ি হারিয়ে গেলে, চুরি হলে গাড়ির অবস্থান জানা যায়।

বিটিআরসির লাইসেন্সিং শাখার পরিচালক লে. ক. সৈয়দ মো. তৌফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লাইসেন্স বাতিলের পরেও যদি কোনও প্রতিষ্ঠান সেবাদান বন্ধ না করে তাহলে টেলিযোগাযোগ আইন অনুসারে তা শাস্তিযোগ্য অপরাধ বিবেচিত হবে। লাইসেন্স বাতিলের পরে মূল সনদ ও বকেয়া অর্থ নিয়ে ৩০দিনের মধ্যে কমিশনে দাখিল করতে বলা হয়েছে। তা না হলে বিটিআরসি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।   

বিটিআরসি ২০০৯ সাল থেকে ভিটিএস লাইসেন্স দেওয়া শুরু করে। প্রথমে ১৭টি প্রতিষ্ঠানের বিপরীতে লাইসেন্স ইস্যু করে। ৩ মোবাইলফোন অপারেটরকে ভিটিএস সেবাদানের অনুমোদন দেয়। পরবর্তী সময়ে আরও অনেক প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয় সংস্থাটি। অনেক প্রতিষ্ঠানের লাইসেন্স আগেই বাতিল হয়েছে।

এমএএইচ

শেয়ার করুনঃ