.png)

মোবাইল ফোনের যুগ শেষ? নতুন কি প্রযুক্তির ঘোষণা জাকারবার্গের!
Published : ১৬:০১, ১৭ মার্চ ২০২৫
সম্প্রতি খুব জোরালো একটি ভবিষ্যৎ বাণী করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। আমরা যার ওপর প্রতিদিনই নির্ভর করি, যাকে বলে অতি মাত্রায় নির্ভরশীল, সেই স্মার্টফোন হয়তো অল্প কিছুদিনের মধ্যে পৃথিবী থেকে বিদায় নিতে পারে। তার পরিবর্তে আসবে নতুন একটি প্রযুক্তি সেখানে মূলত স্ক্রিনের পরিবর্তে থাকবে নতুন কিছু।
গত তিন দশক ধরে আমরা স্মার্টফোনের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়েছি। জাকারবার্গের কথা যদি সঠিক হয় তাহলে এর যুগ এখন প্রায় শেষের দিকে, কেননা গত এক দশক ধরে তিনি এই মোবাইল ডিভাইসের পরিবর্তে স্মার্ট গ্লাসের কথা বলে আসছেন।
আপাতত এটা শুনতে অস্বাভাবিক মনে হলেও এর যুগ প্রায় শুরু হওয়ার দিকেই বলা যায় কেননা মেটা, অ্যাপল অ্যাপল-সহ অন্যান্য সব টেক-জায়ান্টই এর পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে।
মূলত স্ক্রিনের কারণেই স্মার্টফোনগুলোকে বিদায় নিতে হচ্ছে বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যম ডেইলি গ্যালাক্সি। মেটা তার ওরিয়ন প্রজেক্টকে রে-ব্যান প্রতিষ্ঠানের সঙ্গে এক হয়ে এই প্রযুক্তি নিয়ে কাজ করছে। পাশাপাশি অ্যাপল তার ভিশন-প্রো নিয়ে কাজ করছে। এছাড়া গুগল এবং স্যামসাংও এয়ার ক্ষমতা সম্পন্ন স্মার্ট গ্লাস নিয়ে কাজ করছে যা সফলতার প্রায় কাছাকাছি।
তাই বলে স্মার্ট ফোন কি রাতারাতি পৃথিবী থেকে বিদায় নেবে? এমনটাও ভাবছে না সংবাদ মাধ্যমটি। ইতিহাস থেকে দেখা যায় কোন কিছুই এমন খুব দ্রুত বিদায় নেয় না। যেমন লোকজন এখনো ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহার করছে।
এমএএইচ