রোববার; ১৩ এপ্রিল ২০২৫; ৩০ চৈত্র ১৪৩১

ক্যাপচা ব্যবহার করে ছড়ানো হচ্ছে ম্যালওয়্যার ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ক্যাপচা ব্যবহার করে ছড়ানো হচ্ছে ম্যালওয়্যার

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৬:২৪, ১৬ মার্চ ২০২৫

বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করার সময় ব্যবহারকারী মানুষ নাকি রোবট তা যাচাই করার জন্য ক্যাপচা টাইপ করতে হয়। এখন এই ক্যাপচার মাধ্যমেই ছড়ানো হচ্ছে ম্যালওয়্যার। হামলাকারীরা সাধারণত বিভিন্ন লোভনীয় ওয়েবসইট তৈরি করে সেখান থেকে বিভিন্ন কিছু ডাউনলোডের প্রলোভন দেখানো হয়। সেসব ডাউনলোড করতে গেলে বিভিন্ন ধাপ পার হতে হয়। এভাবে ব্যবহারকারীদের বোকা বানাতে ভুয়া ক্যাপচার মাধ্যমে স্মার্টফোন বা কম্পিউটারে ম্যালওয়্যার প্রবেশ করিয়ে ব্যক্তিগত তথ্য চুরি করছে সাইবার অপরাধীরা।

যদি কেউ ক্যাপচায় নির্দেশিত ধাপ অনুসরণ করেন, তাহলে ওয়েবসাইটগুলো গোপনে উইন্ডোজ ক্লিপবোর্ডে একটি টেক্সট স্ট্রিং কপি করে। ফলে ক্যাপচার আই অ্যাম নট রোবট চেক বক্সে টিক দেওয়ার পরপরই ব্যবহারকারীদের অজান্তে তাদের যন্ত্রে এমএসএইচটিএডটএক্সই কমান্ড চালু হয়ে যায়, যা কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা দূর থেকে ক্ষতিকর ম্যালওয়্যার ইনস্টল করে থাকে।

এমন ম্যালওয়্যারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বেশ কিছু সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছে ম্যালওয়্যারবাইটস। তারা জানিয়েছে, যেকোনও ওয়েবসাইটের নির্দেশনা অনুসরণ করার আগে তা যাচাই করে নিতে হবে। ক্ষতিকর ওয়েবসাইট ও স্ক্রিপ্ট ব্লক করার জন্য সব সময় জনপ্রিয় প্রতিষ্ঠানের সিকিউরিটি সফটওয়্যার ও ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করা উচিত। আর প্রয়োজনে সন্দেহজনক ওয়েবসাইট ব্যবহারের সময় জাভাস্ক্রিপ্ট নিষ্ক্রিয় রাখলে ভালো হয়।

এমএএইচ

শেয়ার করুনঃ