মঙ্গলবার; ০৮ এপ্রিল ২০২৫; ২৫ চৈত্র ১৪৩১

আইএসপিএবির নিক্স পপ এবার কুমিল্লায় ছবি- সংগৃহীত

আইএসপিএবির নিক্স পপ এবার কুমিল্লায়

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৬:২৩, ১৬ মার্চ ২০২৫

দেশেজুড়ে দ্বিগুণ গতির নিরবচ্ছিন্ন ও সুরক্ষিত ইন্টারনেট সেবা পৌঁছে দিতে রাজধানী ঢাকা ও সব বিভাগীয় শহরের পরে কুমিল্লা জেলায় স্থাপিত হয়েছে আইএসপিএবি-নিক্স -এর আঞ্চলিক পপ। বাংলাদেশ ইন্টারনেt সার্ভিস প্রোভাইডার্স ইন্টারনেট এক্সচেঞ্জ ট্রাস্টের আয়োজনে শনিবার (১৫ মার্চ) কান্দিরপাড় কুমিল্লায় টেলিকম সেবাটির উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আব্দুর রহিম খান।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় কেবল দেশের ভেতরে বাণিজ্য প্রসারের জন্য কাজ করছে না, বিদেশের সাথে বাণিজ্য সহায়ক চুক্তি করে বৈদেশিক মুদ্রা অর্জন ও কম মূল্যে বিদেশ থেকে পণ্য সংগ্রহ করা। আইএসপিএবি নিক্স স্থাপনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের একটি অন্যতম উপায়। নিক্স -এর মাধ্যমে স্বল্প খরচে ডেটা বিনিময় করা সহজ হচ্ছে। এর ফলে শুধু ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে নয় বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।

সভাপতির বক্তব্যে আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, সদস্যদের সুযোগ-সুবিধা দেওয়াই হচ্ছে আইএসপিএবির কাজ। আমাদের শিক্ষা থেকে বিনোদন পর্যন্ত পর্যাপ্ত কনটেন্ট নেই, এখন আমাদের লোকাল কন্টেন্ট দরকার। লোকাল কন্টেন তৈরিতে যে শক্তিশালী ও টেকসই অবকাঠামো দরকার সেই কাজটি আইএসপিএবি করছে। রাজধানী ও বিভাগীয় শহরের পর আমরাই সর্বপ্রথম কোন জেলাতে নিক্স স্থাপন করেছি। আইএসপিএবি নিক্স মর্যাদার দিক দিয়েও এগিয়ে আছে । এটি এপিআই এর সদস্য এবং দেশের ট্রাফিকের দিক দিয়ে প্রথম স্থানে আছে। লোকাল ডাটা লোকালি রেখে দেশের প্রত্যেক নাগরিককে স্বল্প মূল্যে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পৌঁছে দেয়ার জন্য কুমিল্লা জেলায় আমাদের এই নিক্স স্থাপন।  

আইএসপিএবি মহাসচিব নাজমুল করিম ভূঞাঁ বলেণ, দেশের টাকা দেশে রাখুন আইএসপিএবির সঙ্গে থাকুন। নিরাপদে ইন্টারনেট ব্যবসা পরিচালনার ক্ষেত্রে লোকাল ডাটা লোকালে রাখুন আইএসপিএবি নিক্সে সংযুক্ত থাকুন।

আইএসপিএবির নিক্স উদ্ভোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএসপিএবির ট্রেজারার মো: আসাদুজ্জামান সুজন, ক্লাউড প্ল্যানেটের চেয়ারম্যান ড. শাহেদ মোরশেদ ও প্লেক্সাস ক্লাউডের ব্যবস্থাপনা পরিচালক মোবারক হোসেন এবং বিপিসির সহকারী পরিচালক ফয়সাল খান ও কুমিল্লা আইএসপিএবির সব সদস্য।

এমএএইচ

শেয়ার করুনঃ