মঙ্গলবার; ০৮ এপ্রিল ২০২৫; ২৫ চৈত্র ১৪৩১

কেন কমছে দেশের ইন্টারনেট ব্যবহারকারী ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

কেন কমছে দেশের ইন্টারনেট ব্যবহারকারী

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৬:২১, ১৫ মার্চ ২০২৫

বিগত কয়েক মাস ধরে টাকা কমছে দেশের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। দেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসির তথ্য অনুযায়ী, গত জানুয়ারি মাস পর্যন্ত দেশের মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমেছে ১ কোটি ৩২ লাখ।

খাত সংশ্লিষ্টরা বলছেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সরকারের কর বৃদ্ধি, রাজনৈতিক পরিস্থিতি ইন্টারনেট ব্যবহার কমে যাওয়ার পেছনে মূল কারণ হতে পারে।

এছাড়া সিম কর বৃদ্ধির জন্য নতুন মোবাইল সিমের বিক্রি কমে গেছে। মোবাইল ইন্টারনেট গ্রাহক কমে যাওয়ার পেছনে এটাও একটা কারণ। অপরদিকে যেসব সিম ব্যবহার হয় না সেগুলো নিষ্ক্রিয় করে অপারেটররা। ফলে এই প্রক্রিয়াতেও সচল সিমের ব্যবহার কমে, স্বভাবতই ইন্টারনেটের গ্রাহকও কমে।

প্রসঙ্গত, সর্বশেষ ৯০ দিনের মধ্যে কেউ একবার মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহার করলেই তাকে বিটিআরসির নিয়মে গ্রাহক হিসেবে ধরা হয় ।

বিটিআরসির প্রতিবেদন থেকে জানা যায়, মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ও ব্রডব্যান্ড- সব মিলিয়ে দেশে ইন্টারনেট ব্যবহারকারী ছিল প্রায় ১৩ কোটির মতো, ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবহারকারী ছিল ১ কোটি ৩৫ লাখ ৩০ হাজার। গত বছর জুনে ছিল ১৪ কোটি ২২ লাখ।

বিটিআরসি গত ৬ মার্চ এই প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে দেখা যায়, বেশি গ্রাহক কমেছে মোবাইল ইন্টারনেটের। গত জুন মাসে ইন্টারনেটের গ্রাহক ছিলো ১২ কোটি ৯২ লাখ। এর পরের মাস থেকেই ধারাবাহিকভাবে এই সংখ্যা কমতে থাকে। বিটিআরসির তথ্য মতে, জানুয়ারিতে মোবাইল ইন্টারনেটের গ্রাহক কমে দাঁড়িয়েছে ১১ কোটি ৬০ লাখে।

মোবাইল ও ব্রডব্যান্ড মিলিয়ে দেশে এখন ইন্টারনেটের মোট গ্রাহক ১৩ কোটির মতো। তবে ইন্টারনেট গ্রাহক কমলেও ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক বেড়েছে। এখন সংখ্যা ১ কোটি ৪০ লাখের মতো।

বিগত সরকার চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোবাইল সেবার ওপর সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়িয়ে ২০ শতাংশ করেছিল। এখন সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর ও সারচার্জ মিলিয়ে মোট কর হার ৩৯ শতাংশের বেশি। চলতি অর্থবছরে মোবাইল সিমের কর ১০০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩০০ টাকা। এটাও গ্রাহক কমার কারণ।

অপরপক্ষে মানুষের মোবাইল ব্যবহারের পরিমাণও কমেছে। গড়ে গ্রাহক প্রতি অপারেটরগুলোর আয়ও আগের চেয়েছে কমেছে। ফলে এসব কারণেই মানুষের মোবাইল ইন্টারনেটের ব্যবহার কমেছে।

এমএএইচ

শেয়ার করুনঃ