শনিবার; ০৪ জানুয়ারি ২০২৫; ২০ পৌষ ১৪৩১

২০২৪: প্রতিদিন ৪ লাখ ৬৭ হাজার ক্ষতিকর ফাইল শনাক্ত ক্যাস্পারস্কির ছবি- সংগৃহীত

২০২৪: প্রতিদিন ৪ লাখ ৬৭ হাজার ক্ষতিকর ফাইল শনাক্ত ক্যাস্পারস্কির

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:৪২, ২৯ ডিসেম্বর ২০২৪

২০২৪ সালে প্রতিদিন গড়ে লাখ ৬৭ হাজার ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ডিটেকশন সিস্টেম। ২০২৩ সালের তুলনায় এই হার ১৪ শতাংশ বেশি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, কিছু নির্দিষ্ট ধরনের সাইবার হুমকি উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর মধ্যে ট্রোজান শনাক্তকরণের হার ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই তথ্যগুলো ক্যাসপারস্কি সিকিউরিটি বুলেটিন (কেএসবি) থেকে পাওয়া গেছে। প্রতিবছরের মতো এবছরও ক্যাসপারস্কি তাদের বার্ষিক রিপোর্টে সাইবার নিরাপত্তার ক্ষেত্রে ঘটে যাওয়া প্রধান পরিবর্তনগুলো বিশ্লেষণ করেছে।

সাইবার আক্রমণের প্রধান লক্ষ্য উইন্ডোজ প্ল্যাটফর্ম, প্রতিদিন ৯৩ শতাংশ ম্যালওয়্যার এখানে শনাক্ত হয়েছে। ক্যাসপারস্কির তথ্য অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে উইন্ডোজে ম্যালওয়্যার আক্রমণ ১৯ শতাংশ বেড়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ট্রোজান ম্যালওয়্যারের সংখ্যা ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, আর ট্রোজান-ড্রপার্স ১৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। ট্রোজান-ড্রপার্স এমন একটি ক্ষতিকর সফটওয়্যার, যা স্ক্রিপ্ট বা এমএস অফিস ডকুমেন্টের মাধ্যমে অন্য ম্যালওয়্যার ছড়িয়ে দেয়।

ক্যাসপারস্কির অ্যান্টি-ম্যালওয়্যার রিসার্চ প্রধান ভ্লাদিমির কুসকভ বলেন, প্রতিবছর সাইবার অপরাধীরা নতুন ম্যালওয়্যার, কৌশল এবং আক্রমণের পদ্ধতি তৈরি করে সাইবার হামলার পরিধি বাড়িয়ে তুলছে। এবছরও আমরা কিছু বিপজ্জনক প্রবণতা লক্ষ্য করেছি, যেমন- বিশ্বাসযোগ্য সম্পর্ক এবং সাপ্লাই চেইনের ওপর আক্রমণ। এমনকি ওপেন সোর্স প্যাকেজেও হামলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের লক্ষ্য করে ব্যাপক ফিশিং ব্যাংকিং ম্যালওয়্যার বেড়েছে। এতে ব্যবহৃত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)

এই তথ্যগুলো জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ক্যাসপারস্কির শনাক্ত করা ম্যালিশিয়াস ফাইলের ওপর ভিত্তি করে তৈরি। সাইবার সিকিউরিটি জগতের গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রবণতা নিয়ে বার্ষিক পূর্বাভাস বিশ্লেষণী রিপোর্ট প্রকাশ করা ক্যাসপারস্কি সিকিউরিটি বুলেটিন এসব তথ্য দিয়েছে। কেএসবি রিপোর্ট নিয়ে আরও জানতে ক্লিক করুন।

এমএএইচ

শেয়ার করুনঃ