৫ লাখ পাওয়ার ব্যাংক ফেরত নিচ্ছে অ্যামাজন
Published : ১৮:০৬, ২২ ডিসেম্বর ২০২৪
ছয় বছর ধরে বিক্রি হওয়া প্রায় ৫ লাখ পাওয়ার ব্যাংক ফিরিয়ে নিচ্ছে অ্যামাজন। কারণ প্রায় ডজন খানেক অভিযোগ এসেছে যেখানে বলা হয়েছে, পাওয়ার ব্যাংকগুলোতে আগুন জ্বলে ওঠা, গলে যাওয়া, তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়াসহ ধোঁয়া ওড়ার মতো ঘটনা ঘটছে।
সংবাদ মাধ্যম ফোর্বস জানায়, ডাব্লিউ১০৫৬ মডেলের এই পাওয়ার ব্যাংকটি অ্যামাজান ফিরিয়ে নিচ্ছে। পাওয়ারব্যাংকগুলো সলিড ব্ল্যাক, ব্লু, গ্রিন, মিন্ট এবং হোয়াইট কালারের।
সংবাদমাধ্যমটি আরও জানায়, লিথিয়াম ব্যাটারিতে সাধারণত দাহ্য পদার্থ থাকে যা অতি তাপমাত্রা উঠে বিস্ফোরণ ঘটতে পারে। আবার কোনও রকমের পূর্বাভাস ছাড়াই এটি জ্বলে উঠতে পারে সেই সঙ্গে বের হতে পারে বিষাক্ত গ্যাস। যেমন ২০২২ সালে নিউইয়র্ক সিটিতে ই-স্কুটার এবং ই-বাইকে এভাবে আগুন লেগে ৬ জনের মৃত্যু হয়।
এমএএইচ