সোমবার; ২৩ ডিসেম্বর ২০২৪; ৮ পৌষ ১৪৩১

ভুলে যাওয়া গেম মনে করিয়ে দেবে প্লে-স্টোর ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ভুলে যাওয়া গেম মনে করিয়ে দেবে প্লে-স্টোর

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:১৪, ১৪ নভেম্বর ২০২৪

ফোন বা ট্যাবে গেম খেলার অভ্যাস আছে অনেকেরই। ওদিকে গুগল প্লে-স্টোরে আছে অসংখ্য গেম। এখান থেকে অনেকেই বিভিন্ন গেম নামিয়ে দু'একবার খেলার পর সেটি আর খেলার কথা আর মনে থাকে না। এই সমস্যা সমাধান করতে অ্যাপটিতে চালু করা হচ্ছে নতুন একটি ফিচার। কনটিনিউ প্লেয়িং নামের নতুন এই বিভাগটিতে ক্লিক করলেই জানা যাবে গুগল প্লে-স্টোর থেকে স্মার্টফোন বা ট্যাবলেট কম্পিউটারে নামানো গেমগুলো সর্বশেষ কবে খেলা হয়েছে।

ফিচারটি এলে বড় আরেকটি যে সুবিধা হবে তা হলো, এর ফলে ডিভাইসে থাকা বিভিন্ন গেম খেলতে না চাইলে সেগুলো দেখে আনইনস্টল করা যাবে। এতে মেমরি স্পেসও বাড়বে। আপাতত প্লে-স্টোরের ৪৩.৪.২৩-৩১ সংস্করণ ব্যবহারকারীরা এ সুবিধাটি পাবেন।

গুগলের দেওয়া তথ্যানুযায়ী, ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীর ডিভাইসে থাকা সব গেমের তালিকা ও নামানোর তারিখ উভয়ই দেখাবে। পাশাপাশি সেখানে একটি প্লে বাটনও থাকবে যেটাতে ট্যাপ করে প্লে স্টোর থেকেই গেমটি স্টার্ট করা যাবে। নতুন এই ফিচারটির পাশাপাশি ডাউনলোড ম্যানেজার নামে প্লেস্টোরে আরেকটি ফিচার আসতে যাচ্ছে। সেখানে সর্বশেষ নামানো সব অ্যাপের তালিকা দেখাবে।

এমএএইচ

শেয়ার করুনঃ