বিশ্বসেরা ব্র্যান্ডের তালিকায় শাওমি
Published : ১৮:৫২, ১০ নভেম্বর ২০২৪
আন্তর্জাতিক কর্পোরেট ও ব্র্যান্ড পরামর্শক প্রতিষ্ঠান ইন্টারব্র্যান্ডের গ্লোবাল বেস্ট ব্র্যান্ড র্যাঙ্কিংয়ে টানা তৃতীয়বারের মতো সেরা ১০০ ব্র্যান্ডের তালিকায় জায়গা করে নিয়েছে শাওমি। উদ্ভাবন, উচ্চমানের প্রযুক্তি পণ্য এবং বিশ্বজুড়ে উপস্থিতির কারণে সেরা ব্র্যান্ডের তালিকায় জায়গা করে নিয়েছে ব্র্যান্ডটি। সম্প্রতি প্রকাশিত তালিকায় শাওমি আন্তর্জাতিক প্রযুক্তি শিল্পে গুরুত্বপূর্ণ ব্র্যান্ড হিসেবে ৮৭তম স্থান দখল করেছে।
গত ২৫ বছর ধরে ইন্টারব্র্যান্ড গ্লোবাল বেস্ট ব্র্যান্ড র্যাঙ্কিং’ বৈশ্বিক বিভিন্ন ব্র্যান্ডের ধারাবাহিক শ্রেষ্ঠত্বের প্রতীক হয়ে উঠেছে। সেরা ব্র্যান্ডের তালিকা তৈরির সময় যে কোন ব্র্যান্ডের আয়, মুনাফা, বিশ্বজুড়ে উপস্থিতি, ব্র্যান্ডটি সম্পর্কে মানুষের ধারণা, ব্র্যান্ডটির অর্থনৈতিক লেনদেনের তথ্য এবং ব্র্যান্ড স্ট্রেন্থ স্কোর-এর ওপর প্রাধান্য দেওয়া হয়। ইন্টারব্র্যান্ডের নির্ধারিত সব শর্ত পূরণ করে এই তালিকায় স্থান পেয়েছে শাওমি। এর আগে ২০২২ ও ২০২৩ সালেও ইন্টারব্র্যান্ডের গ্লোবাল বেস্ট ব্র্যান্ড র্যাঙ্কিং-এ স্থান পেয়েছিল ব্র্যান্ডটি।
শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, নিঃসন্দেহে এই তালিকায় স্থান পাওয়া বিশ্বের যে কোন ব্র্যান্ডের জন্যই সম্মানজনক ও গর্বের বিষয়।
এমএএইচ