সোমবার; ২৩ ডিসেম্বর ২০২৪; ৮ পৌষ ১৪৩১

বেসিসের নতুন সভাপতি রাশিদুল হাসান ছবি- সংগৃহীত

বেসিসের নতুন সভাপতি রাশিদুল হাসান

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৪:০৮, ৩১ অক্টোবর ২০২৪

দেশের সফটওয়্যার ও সেবা পণ্য ব্যবসায়ীদের সংগঠন বেসিসের নতুন সভাপতি হলেন এম রাশিদুল হাসান এবং জ্যেষ্ঠ সহ-সভাপতি হয়েছেন মোস্তাফিজুর রহমান সোহেল সম্প্রতি সভাপতির পদ থেকে রাসেল টি আহমেদ এবং সহ-সভাপতি (অর্থ) পদ থেকে ইকবাল আহমেদ ফখরুল হাসান পদত্যাগ করলে পদ দুটি শূন্য হয় বুধবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত বেসিস নির্বাহী পরিষদের জরুরি সভায় (৩৩২তম সভা) বর্তমান নির্বাহী পরিষদ (২০২৪-২৬) সদস্যদের মধ্য থেকে জ্যেষ্ঠ সহ-সভাপতি এম রাশিদুল হাসানকে সভাপতি পদে, পরিচালক জনাব মো. মোস্তাফিজুর রহমান সোহেলকে জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে এবং পরিচালক এম আসিফ রহমানকে সহ-সভাপতি (অর্থ) পদে নির্বাচিত করা হয় সদস্যদের ভোটে নির্বাচিত নির্বাহী পরিষদ সদস্যদের বাইরে আপাতত কাউকে কো-অপ্ট ছাড়াই সব কার্যক্রম যথারীতি পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বেসিস নির্বাহী পরিষদ

সদস্যদের মতামতের ভিত্তিতে বেসিসের নিয়মিত কার্যক্রম এর সদস্যদের স্বার্থরক্ষায় প্রতিশ্রুত সংস্কার কাজগুলো সাধ্যমতো সম্পন্ন করে আগামী মাসের মধ্যে একটি নির্বাচনের মাধ্যমে নির্বাহী পরিষদের দায়িত্ব হস্তান্তরের বিষয়ে একমত হয়েছে বর্তমান নির্বাহী পরিষদ চলমান বেসিস সংঘবিধি সংশোধন, বেসিস মেম্বারশিপ অডিট এবং সদস্য সুরক্ষাসহ অতি প্রয়োজনীয় এবং জরুরি সংস্কার কাজ আগামী জানুয়ারি (২০২৫) মাসের মধ্যে এজিএমে বা ইজিএমের এপ্রিলের (২০২৫) মধ্যে নির্বাচন অনুষ্ঠানের একটি সম্ভাব্য রোডম্যাপও ঘোষণা করেছে বেসিস

-বিজ্ঞপ্তি

এমএএইচ

শেয়ার করুনঃ