রোববার; ০৬ এপ্রিল ২০২৫; ২৩ চৈত্র ১৪৩১

কেন পড়বেন বিভাগের সব খবর

ইউনাইটেড আইসিটি ফোরামের যাত্রা, প্রযুক্তি খাতে সমতা ফেরার আশা

ইউনাইটেড আইসিটি ফোরামের যাত্রা, প্রযুক্তি খাতে সমতা ফেরার আশা

যাত্রা শুরু করলো ইউনাইটেড আইসিটি ফোরাম (ইউআইএফ)। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলের মাধ্যমে এর যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রযুক্তি ও এআই যেকোনও দেশের ভবিষ্যত। বাংলাদেশেরও ভব্যিষ্যত এটা। এগুলো আরও শক্তিশালী করতে হবে। তিনি উল্লেখ করেন, বিগত দিনে এই খাতে কয়েকটি কোম্পানি একচেটিয়া ব্যবসায় করেছে। খাতটিকে দুর্নীতির আখড়া বানিয়েছে। এটার এখন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।

বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২২:৩০