সোমবার; ২৩ ডিসেম্বর ২০২৪; ৮ পৌষ ১৪৩১

জুলাইয়ের ১ তারিখে ফের চালু হচ্ছে মোবাইল সেটের নিবন্ধন ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

জুলাইয়ের ১ তারিখে ফের চালু হচ্ছে মোবাইল সেটের নিবন্ধন

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৭:১১, ৮ জুলাই ২০২৪

জুলাই মাসের এক তারিখে (সোমবার) আবারও চালু হচ্ছে মোবাইল ফোন সেটের নিবন্ধন (এনইআইআর) ব্যবস্থা। নতুন করে নিবন্ধন ব্যবস্থা শুরু হলেও চালু থাকা কোনও মোবাইল ফোন সেট বন্ধ হবে না বা ফোন সেট নিবন্ধন করতে হবে না বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। চালু থাকা সব মোবাইল ফোন সেটই স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে।

প্রতিমন্ত্রী বলেছেন, নেটওয়ার্কে যেসব মোবাইল ফোন চালু আছে তা চালুই থাকবে। কোনও মোবাইল ফোন বন্ধ হবে না। তবে জুলাই মাসের ১ তারিখের পর থেকে মোবাইল ফোন চালুর সময় তা বৈধ না অবৈধ ফোন সেটা যাচাই করা হবে। অবৈধ পথে দেশে আসা ফোন বা নকল আইএমইআই নম্বরের মোবাইল ফোন হলে তা বন্ধ করে দেওয়া হবে।  

প্রসঙ্গত, প্রথমবার মোবাইল ফোন সেট নিবন্ধন (এনইআইআর) ব্যবস্থা চালুর করার ঠিক তিন বছর পর আবারও চালু করা হচ্ছে এনইআইআর ব্যবস্থা। সরকার ২০২১ সালের ১ জুলাই প্রথমবারের মতো এই ব্যবস্থা চালু করে। তবে কিছু দিন চালু থাকার পর এই ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়।

জানা গেছে, এনইআইআর পদ্ধতি চালুর পর দেশে অবৈধ মোবাইল ফোন প্রবেশের সংখ্যা প্রায় শূন্যের কোঠায় নেমে গিয়েছিল। ফোন সেট নিবন্ধনের আগে গ্রে মার্কেটের (অবৈধভাবে দেশে প্রবেশ করা মোবাইল) পরিমাণ মোট মোবাইল বাজারের অর্ধেক ছাড়িয়ে গিয়েছিল (৫৩ শতাংশ)।

প্রতিমন্ত্রী পলক আরও জানান, এখন থেকে মোবাইল ফোন বৈধ না অবৈধ, আইএমইআই নকল না আসল সেসব সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যাচাই করবে। তিনি জানান, এনবিআরের (জাতীয় রাজস্ব বোর্ড) যে পার্ট তারা সে অংশ দেখবে, শুল্ক বিভাগের যে অংশ দেখার কথা তারা তা দেখবে, আইন শৃঙ্খলা বাহিনীর যা দেখার দেখবে। ফলে পুরো বিষয়টি একটি শৃঙ্খলার মধ্যে আসবে। নিবন্ধন ব্যবস্থা চালুর পরে ক্রমেই নিবন্ধনের পুরো বিষয় সম্পর্কে জানানো হবে।   

এমএএইচ

শেয়ার করুনঃ