সোমবার; ২৩ ডিসেম্বর ২০২৪; ৮ পৌষ ১৪৩১

বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের বাজার ২০১৭-২০৩১

বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের বাজার ২০১৭-২০৩১

আমিনুল হাকিম

Published : ১২:০১, ২৭ আগস্ট ২০২৪

আমিনুল হাকিম আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইআইজিএবি) বর্তমান সভাপতি। এর আগে তিনি দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি-তে একাধিকবারের সভাপতি ছিলেন। দীর্ঘদিন টেলিযোগাযোগ খাতে কর্মরত থাকায় কাছ থেকে দেখেছেন এই সেক্টরের যাত্রা, ক্ষেত্র তৈরি, উন্নয়ন, সম্প্রসারণ ইত্যাদি। ভবিষ্যত গতিপথও তিনি দেখতে পাচ্ছেন। সেসব তিনি তুলে ধরছেন ধারাবাহিকভাবে টেকটক বিভাগে। আজ তৃতীয় পর্ব।

টেলিযোগাযোগ বাজারের রাজস্ব ২০১৭-২০২৩:

টেলিযোগাযোগ খাতের বাজারটি প্রধানত তিনটি বৃহৎ মোবাইল অপারেটর নিয়ন্ত্রণ করে। অপারেটরগুলো হলো- গ্রামীণফোন, রবি ও বাংলালিংক। এই মোবাইল অপারেটররা কেবল মোবাইল নেটওয়ার্ক সেবা দেয় না। ইন্টারনেট, এমএফএস, ওটিটি এবং বিভিন্ন ধরনের ভ্যালু অ্যাাডেড সার্ভিস (ভ্যাস) সেবা দেয়।  এছাড়া, সরকারি মালিকানাধীন বিটিটিবি (২০০৮ সালে যার নাম বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড বা বিটিসিএল রাখা হয়। বেসরকারি খাতের পাশাপাশি রাষ্ট্রায়ত্ব টেলিকম অপারেটর হিসেবে যাত্রা করে টেলিটক। বিটিসিএল থেকে ডেপুটেশনে (প্রেষণে) গিয়ে কর্মকর্তারা মোবাইল অপারেটর টেলিটক পরিচালনা করে।  এছাড়া কার্নিভাল, লিংক-থ্রি, আইসিসি, ডিজি জাদু, আম্বার আইটি, অরেঞ্জ, অগ্নি সিস্টেমস এবং ডিজিকনসহ শত শত আইএসপি ফাইবার ব্রডব্যান্ড অপারেটর রয়েছে। শীর্ষ স্থানীয় আইএসপিগুলো ফ্র্যাঞ্চাইজি/চ্যানেল পার্টনার মডেল অনুসরণ করে ব্যবসা/সার্ভিস পরিধি বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। বিটিআরসির তথ্য অনুযায়ী, (জুন ২০২৪) ফিক্সড ব্রডব্যান্ড ব্যবহারকারীর সংখ্যা ১৩ দশমিক ৫৩ মিলিয়ন বা ১ কোটি ৩৫ লাখ ৩০ হাজার।

বাজার বিশ্লেষকদের মতে, কার্নিভালের ব্যবহারকারীর সংখ্যা ৮ লক্ষাধিক, লিংক-থ্রির ব্যবহারকারীর সংখ্যা ৫ লক্ষাধিক, আইসিসির ব্যবহারকারীর সংখ্যা ৪ লক্ষাধিক এবং আম্বার আইটির ব্যবহারকারীর সংখ্যা ৩ লক্ষাধিক। তবে উপরোক্ত আইএসপির সংযোগ সংখ্যা যথাক্রমে কার্নিভালের ২ লাখ, লিংক-থ্রির দেড় লাখের বেশি, আইসিসির ১ লাখ এবং আম্বার আইটির ১ লাখের বেশি। 

টেলিযোগাযোগ খাতের বাজার ২০১৭ সালে ৩৪১ বিলিয়ন টাকা থেকে বেড়ে ২০২৩ সালে ৫০৯ বিলিয়ন টাকা (৫ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার) হয়। ২০২৩ সালে গ্রামীণফোন ১৫ হাজার ৮৭০ কোটি টাকা রাজস্ব আয় করে রয়েছে প্রথম স্থানে। অপরদিকে রবি আজিয়াটা ৯৯ বিলিয়ন টাকা নিয়ে দ্বিতীয় এবং বাংলালিংক ৬১ বিলিয়ন টাকা নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। টেলিটক আনুমানিক ৭ বিলিয়ন টাকা নিয়ে চতুর্থ বৃহত্তম অপারেটরের অবস্থানে রয়েছে যা সারণি ২-এ দেখানো হয়েছে।

সামগ্রিকভাবে, টেলিযোগাযোগ রাজস্বের ৭০ শতাংশ  মোবাইল ফোন খাত থেকে আসে। পাশাপাশি উদীয়মান ফাইবার অপারেটররা প্রধান শহরগুলোতে তাদের পরিষেবা চালু করছে। এতে ফিক্সড ব্রডব্যান্ডের অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে সময়ের সঙ্গে সঙ্গে স্থির রাজস্বের অংশ বৃদ্ধি পাবে।

সূত্র: কোম্পানি রিপোর্ট, আইডেম ইস্ট গবেষণা অনুমান

চিত্র-২-এর মাধ্যমে দেখা যায় টেলিযোগাযোগের রাজস্ব প্রোফাইলে মোবাইল অপারেটর যেমন গ্রামীণফোন, রবি আজিয়াটা ও বাংলালিংক এবং ছোট ছোট ফাইবার সরবরাহকারীদের প্রবৃদ্ধির দেখা যায় অপরদিকে সরকারি মালিকানাধীন বিটিসিএল ও টেলিটক চাপের মুখে পড়েছে এবং খুবই কম প্রবৃদ্ধি অর্জন করেছে

চিত্র-২: টেলিযোগাযোগ খাতে আয়ের ধরন

 

সূত্র: কোম্পানি রিপোর্ট, আইডেম ইস্ট-এর গবেষণা অনুমান

২০১৭-২৩ সময়কালে টেলিযোগাযোগ খাতে রাজস্ব বৃদ্ধির গড় হার ছিল ৭ দশমিক ৮ শতাংশ। কিন্তু ২০২০ সালে মোবাইল খাতে তীব্র প্রতিযোগিতার কারণে গ্রামীণফোনের প্রথমবারের মতো রাজস্ব আয় কমে যাওয়ার ঘটনা ঘটে।

গ্রামীণফোনের রাজস্ব এখন তার নিকটতম প্রতিযোগী রবির তুলনায় দ্বিগুণের চেয়ে কম। টেলিযোগাযোগ বাজারে তাদের রাজস্ব ২০১৭ সালে ৩৬ দশমিক ৯ শতাংশ থেকে কমে বর্তমানে রাজস্বের ৩১ দশমিক ২ শতাংশে নেমেছে ২০১৭ সালে মোবাইল বাজার মোট টেলিযোগাযোগ রাজস্বের ৭২ শতাংশ প্রতিনিধিত্ব করেছিল এবং ২০২২ সালের মধ্যে এটি ৬১ দশমিক ৩ শতাংশে নেমে এসেছে কারণ ছোট অপারেটরদের ফাইবারে বিনিয়োগের কারণে স্থায়ী ব্রডব্যান্ডের রাজস্ব ভালোরকম বৃদ্ধি পাচ্ছে চিত্র ৩-এ গ্রামীণফোন, রবি আজিয়াটা, বাংলালিংক, টেলিটক, বিটিসিএল ও অন্যান্য ছোট অপারেটর যেমন- কার্নিভাল, আমরা নেটওয়ার্কস, ট্রায়াঙ্গেল, এডিএন টেলিকম, বিডিকম, অগ্নি সিস্টেমস এবং অন্যান্য ছোট অপারেটরসহ ২০২৩ সালের টেলিযোগাযোগ রাজস্ব বিতরণের চিত্র তুলে ধরা হয়েছে

চিত্র ৩ - টেলিযোগাযোগ বাজারের আয়, ২০২৩

সূত্র: কোম্পানি রিপোর্ট, আইডেম ইস্ট গবেষণা অনুমান

২০২৩ সালে ইবিআইটিডিএ (সুদ, কর, অবমূল্যায়ন এবং পরিবর্ধনের আগের আয়) পুলে গ্রামীণফোনের শেয়ার আনুমানিক ৬২ শতাংশ, রবি আজিয়াটা ২৩ দশমিক ৪ শতাংশ এবং বাংলালিংকের ১৩ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে চিত্র ৪ টেলকো শিল্প ইবিআইটিডিএ পুলের একটি ট্রিম্যাপ গ্রাফ উপস্থাপন করে

চিত্র ৪ - টেলিযোগাযোগ খাতের বাজার ইবিআইটিডিএ ২০২৩

 

সূত্র: কোম্পানি রিপোর্ট, আইডেম ইস্ট গবেষণা অনুমান

২০২২ সালে গ্রামীণফোন মোট টেলিযোগাযোগ বাজারের আনুমানিক ৬০ শতাংশ ইবিআইটিডিএ তৈরি করেছে যা ২০১৫ সাল থেকে স্থিতিশীল এটি বাংলালিংকের কারণে শেয়ার হ্রাস করে নিচু অবস্থানে রয়েছে। চিত্র ৫-এ দেখানো হয়েছে

চিত্র-৫: টেলিযোগাযোগ বাজারের রাজস্ব এবং ইবিআইটিডিএ ২০২৩

 

সূত্র: কোম্পানি রিপোর্ট, আইডেম ইস্ট-এর গবেষণা অনুমান

 

পর্ব-১: https://www.infotechinsight.com/tech-talk/news/139

পর্ব-২: https://www.infotechinsight.com/tech-talk/news/142

 

এমএএইচ

শেয়ার করুনঃ