শনিবার; ১৯ এপ্রিল ২০২৫; ৫ বৈশাখ ১৪৩২

ডাকবিলিতে পোস্টম্যানরা পেলন ই-বাইক ছবি- সংগৃহীত

ডাকবিলিতে পোস্টম্যানরা পেলন ই-বাইক

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৪:৪৬, ১৬ এপ্রিল ২০২৫

পোস্টম্যানদের দেওয়া হলো ৫০ টি ই-বাইক। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাজধানীর জিপিওতে বিদ্যুৎ চালিত মোটরসাইকেলগুলো হস্তান্তর করা হয়। ই-বাইকগুলোর পেছনে ডাক বহনের জন্য বিশেষ বাক্স বসানো আছে।

পোস্টম্যানদের ই-বাইকের চাবি হস্তান্তর করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব। এসময় ডাক, টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. মুশফিকুর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস এম শাহাব উদ্দীন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ডাক সেবাগুলো গ্রাহকের কাছে আরও সহজভাবে কীভাবে পৌঁছে দেওয়া যায়, পৌঁছানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো দূর করা এবং নতুন কিছু করার উদ্যোগ নিয়ে ডাকবিভাগের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

পরিবেশবান্ধব এসব বাইক ডাক বিলিতে গতি আনবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

এমএএইচ

শেয়ার করুনঃ