মঙ্গলবার; ০৮ এপ্রিল ২০২৫; ২৫ চৈত্র ১৪৩১

মিউজিক প্রেমীদের জন্য টিকটকের নতুন ফিচার সূত্র: গেটি ইমেজেস

মিউজিক প্রেমীদের জন্য টিকটকের নতুন ফিচার

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:০৬, ৫ এপ্রিল ২০২৫

নতুন প্ল্যাটফর্ম চালু করছে টিকটক। টিকটক ফর আর্টিস্টস নামের প্ল্যাটফর্মটি বিশ্বের কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। টিকটক জানিয়েছে, এটি পর্যায়ক্রমে বিভিন্ন দেশ চালু করার পরিকল্পনা রয়েছে।

টেকক্রাঞ্চ জানায়, টিকটক ফর আর্টিস্টস প্ল্যাটফর্মের মাধ্যমে শিল্পীরা তাদের গান প্রকাশের আগে বিশেষ প্রচারণা চালাতে পারবেন। এর ফলে ভক্তরা গান প্রকাশের আগেই স্পটিফাই ও অ্যাপল মিউজিকে গানটি প্রি-সেভ করে রাখতে পারেন।

শিল্পী ও ভক্তদের মধ্যে যোগাযোগ বাড়াতে টিকটক ফর আর্টিস্টস প্ল্যাটফর্মের পরীক্ষামূলক সংস্করণে মিউজিক ট্যাব ফ্যান স্পটলাইট নামের ট্যাব যুক্ত করা হয়েছে।

এমএএইচ

শেয়ার করুনঃ