.png)

দুই দিনে ঢাকা ছেড়েছেন ৪১ লাখ মোবাইল ফোন ব্যবহারকারী
Published : ২৩:২৪, ৩১ মার্চ ২০২৫
মোবাইল সিম মোবিলিটি হিসাবে গত দুই দিনে (২৮ ও ২৯ মার্চ) ঢাকা ছেড়েছেন প্রায় ৪১ লাখ মোবাইল ফোন ব্যবহারকারী। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত) ফয়েজ আহমদ তয়্যৈব রবিবার (৩০ মার্চ) বিকালে এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন।
জানা গেছে, গত ২৮ ও ২৯ মার্চ ঢাকা ছেড়েছে ৪০ লাখ ৯৪ হাজার ৬২১ সচল মোবাইল সিম। একই সময়ে ঢাকায় প্রবেশ করেছেন ১২ লাখ ৩৩৬ টি সচল মোবাইল সিম।
এরমধ্যে ২৮ মার্চ ঢাকা ছেড়েছে ১৮ লাখ ৯৯ হাজার ৫৩৭টি সচল সিম। এরমধ্যে শীর্ষস্থানে রয়েছে গ্রামীণফোনের সিম, ৮ লাখ ১৬ হাজার ৫০২টি। এর পরেই আছে বাংলালিংকের সিম, ৫ লাখ ৩৮ হাজার ২৯৬টি, রবির সিম সংখ্যা ৪ লাখ ৪৭ হাজার ৬৭৬টি। টেলিটকের সিম সংখ্যা ৯৭ হাজার ৬৩টি। এই তারিখে ঢাকায় প্রবেশ করেছে ৬ লাখ ১২ হাজার ৩৩২টি সিম।
অপরদিকে গতকাল ২৯ মার্চ ঢাকা ছেড়েছে ২১ লাখ ৯৫ হাজার ৮৪টি সচল সিম। এরমধ্যে শীর্ষে রয়েছে গ্রামীণফোন, ৯ লাখ ১৮ হাজার ৯২১টি সিম। এর পরেই আছে বাংলালিংকের সিম, ৬ লাখ ৭৮ হাজার ২২০টি। ৫ লাখ ৬ হাজার ৪৮৯টি সিম নিয়ে রবি আছে তৃতীয় স্থানে। আর টেলিটকের সিম সংখ্যা ৯১ হাজার ৪৫৪টি। একই সময়ে ঢাকায় প্রবেশ করেছে ৫ লাখ ৮৮ হাজার ৪টি সিম।
এমএএইচ