শুক্রবার; ০৪ এপ্রিল ২০২৫; ২১ চৈত্র ১৪৩১

সেই নারীকে মোবাইল ফোন ‍উপহার দিলো শাওমি ছবি: সংগৃহীত

সেই নারীকে মোবাইল ফোন ‍উপহার দিলো শাওমি

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ২৩:৩০, ৩১ মার্চ ২০২৫

ছিনতাইয়ের শিকার হওয়া সেই নারীর হাইমাউ করে কান্নার দৃশ্য অনেকের হয়তো মনে আছে।  মোবাইল ছিনতাইয়ের পরে ওই নারী বাসস্ট্যান্ডে হাউমাউ করে কাঁদছিলেন।  নতুন ফোন পেয়ে তার মুখে হাসি ফুটেছে।  আশামনি নামের সেই পোশাককর্মীকে একটি নুতন মোবাইল ফোন উপহার দিয়েছে বিশ্বখ্যাত মোবাইল ফোন ব্র্যান্ড শাওমি।

শনিবার (২৯ মার্চ) সাভারের সেনা শপিংমলের শাওমির একটি শোরুম থেকে ফোনটি বুঝে নিয়েছেন ঠাকুরগাঁওয়ের আশামনি।

জানা যায়, শুক্রবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে ফোনটি ছিনতাই হয়। ঘটনাস্থলে ছিলেন দৈনিক কালের কণ্ঠের এক সাংবাদিক।  তার ধারণ করা ভিডিও প্রতিবেদন দেখে তা ফেসবুকে নিজের আইডি থেকে শেয়ার দেন শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী। তিনি মোবাইল ছিনতাইয়ের শিকার ওই নারীকে ফোন উপহার দেওয়ার ঘোষণা দেন। 

পরে ওই নারী যোগাযোগ করলে তাকে শাওমির পক্ষ থেকে একটি রেডমি নোট ১৪-প্রো উপহার দেওয়া হয়।  এ সময় আশামনির স্বামী তার সাথে ছিলেন।

এমএএইচ

শেয়ার করুনঃ