.png)

অপো এ৫ প্রো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহেদী হাসান মিরাজ
Published : ১৫:৪৯, ৮ মার্চ ২০২৫
অপোর নতুন ডিভাইস ‘অপো এ৫ প্রো’ -এর প্রোডাক্ট এক্সপেরিয়েন্স অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশের ক্রিকেট তারকা মেহেদি হাসান মিরাজের নাম ঘোষণা করা হয়েছে। মিরাজ বাংলাদেশ ক্রিকেট দলের ব্যতিক্রমী ও বৈচিত্র্যময় খেলোয়াড় হিসেবে পরিচিত, যিনি অলরাউন্ড পারফরমেন্স দেখিয়ে থাকেন, ঠিক তেমনি ‘অপো এ৫ প্রো’ও গ্রাহকদের অল-রাউন্ড স্থায়িত্ব ও অল-রাউন্ড এআই ক্যাপাবিলিটি দেবে।
এই স্মার্টফোনের ওয়াটারপ্রুফিং ফিচার, শক্ত গড়ন, আস্থাযোগ্য পারফরমেন্স সবমিলিয়ে ‘অপো এ৫ প্রো’ দৈনন্দিন সব পরিবেশের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এছাড়া মোবাইলটির এআই-সক্ষমতার ক্যামেরা ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে আশেপাশের সবকিছুর সঙ্গে খাপ-খাইয়ে নেয় এবং নিশ্চিত করে, প্রতিটি শটই হোক নিখুঁত। এই ফোন এমনভাবে প্রস্তুত করা হয়েছে, যাতে এটি দ্রুতগতির লাইফস্টাইলের সঙ্গে সহজেই খাপ-খাইয়ে নিতে পারে। মেহেদী হাসান মিরাজ বলেন, আমি প্রযুক্তি ব্র্যান্ড অপো এবং তাদের অসাধারণ ডিভাইস ‘এ৫ প্রো’ এর প্রতিনিধিত্ব করতে পেরে আনন্দিত। আমি মাঠে কিংবা মাঠের বাইরে যেখানেই থাকি না কেন- আমার পারফরমেন্স এবং মনোবলের সঙ্গে এই ফোনের ভাবনাটা পুরোপুরি মিলে যায়।
অপো বাংলাদেশ অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ব্যবস্থাপনা পরিচালক ডেমন ইয়াং বলেন- অপো এ৫ প্রো’-এর প্রোডাক্ট এক্সপেরিয়েন্স অ্যাম্বাসেডর হিসেবে অল-রাউন্ডার মেহেদী হাসান মিরাজকে সাথে পেয়ে আমরা আনন্দিত। অল-রাউন্ডার হিসেবে তার প্রচেষ্টা ও মনোবল, ঠিক যেন ‘অপো এ৫ প্রো’-এর-ই স্থায়িত্ব, এআই সক্ষমতাসহ অলরাউন্ডার পারফরমেন্সরই প্রতিফলন। আমরা বিশ্বাস করি, অপো এ৫ প্রো পারফরমেন্স এবং স্টাইলের মিশেলে ‘গেমচেঞ্জার’ হিসেবে মার্কেটে জায়গা করে নেবে। -বিজ্ঞপ্তি
এমএএইচ