.png)

বন্ধ হয়ে যাচ্ছে আলোচিত-জনপ্রিয় স্কাইপ
Published : ১৪:১৩, ১ মার্চ ২০২৫
বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ। আগামী মে মাসে এটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে মাইক্রোসফট। শনিবার (১ মার্চ) বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বলা হয়েছে, অডিও-ভিডিও কলিং পরিষেবা স্কাইপ এক সময় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটে পরিণত হয়েছিল। কম্পিউটরের মাধ্যমে এটির ব্যবহারকারীরা কোনও চার্জ ছাড়া কথা বলতে পারতেন। ওই সময় স্কাইপের মতো আরও কিছু পরিষেবা ছিল। কিন্ত তারা যেহেতু কম্পিউটার থেকে কম্পিউটারে বিনামূল্যে কথা বলার সুযোগ দিয়েছিল, তাই অন্যদের ছাপিয়ে এটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায়।
মাইক্রোসফট এক্সে এক পোস্টে জানিয়েছে, স্কাইপ ব্যবহারকারীরা মাইক্রোসফট টিমস-এ সাইন ইন করতে পারেন। এতে করে তাদের অ্যাকাউন্টে থাকা অন্যদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন।
২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় স্কাইপ। মাইক্রোসফট এটি কিনে নেয় ২০১১ সালে। ওই সময় মালিকানা পেতে ৮ দশমিক ৫ বিলিয়ন ডলার খরচ করে তারা। যা সে সময়ে সবচেয়ে বেশি দামে কোনো প্রতিষ্ঠানের মালিকানা কেনার মতো ঘটনা ঘটেছিল।
এমএএইচ