.png)

বছরে ১ কোটি স্মার্ট চশমা বিক্রির আশা জাকারবার্গের
Published : ১৬:১৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা স্মার্ট গ্লাস ও ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেট নিয়ে অনেক আগে থেকেই কাজ করছে। গত মাসে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ জানিয়েছিলেন, মেটার এআই সক্ষমতার স্মার্ট গ্লাসের জন্য ২০২৫ সালটি বেশ গুরুত্বপূর্ণ।
এবার জানা গেল, বছরে ১ কোটি রে-ব্যান স্মার্ট গ্লাস তথা স্মার্ট চশমা বিক্রির লক্ষ্য নিয়ে এগোচ্ছে মেটা।
২০২৪ সালে মেটা ১ মিলিয়নের চেয়েও বেশি রে-ব্যান স্মার্টগ্লাস বিক্রি করেছে বলে জানা গেছে। এ বছর সংখ্যাটা ৫ মিলিয়নে পৌঁছাতে পারে বলেও গত মাসেই জানিয়েছেন জাকারবার্গ। কিন্তু স্মার্ট গ্লাস নিয়ে মেটা যে আরও উচ্চাভিলাষী সেটা জানা গেল রে-ব্যান স্মার্ট গ্লাসের চুক্তিভিত্তিক নির্মাতা এসিলরলাক্সোটিকা-এর কল্যাণে।
বিশ্বখ্যাত এই গ্লাস নির্মাতা প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে বাজারে আসার পর থেকে এখন পর্যন্ত ২ মিলিয়ন অর্থাৎ ২০ লাখেরও বেশি রে-ব্যান স্মার্ট গ্লাস বিক্রি হয়েছে। তবে ২০২৬ সাল থেকে এসিলরলাক্সোটিকা মেটার জন্য বছরে ১০ মিলিয়ন, অর্থাৎ ১ কোটি স্মার্টগ্লাস তৈরির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।
এসিলরলাক্সোটিকা-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্রান্সেসকো মিলেরি বলেছেন, একজোড়া চশমা হবে আমাদের দৈনন্দিন চাহিদা পূরণের প্রধান ডিজিটাল প্ল্যাটফর্ম।
আপলোডভিআর নামের ভার্চুয়াল-রিয়েলিটি প্ল্যাটফর্মে মাধ্যমে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি আরও জানিয়েছেন, অক্টোবর ২০২৩ এর পর থেকে মেটার রে-ব্যান স্মার্টগ্লাস বিক্রি হয়েছে ২ মিলিয়ন ইউনিট।
রে-ব্যান স্মার্টগ্লাস উৎপাদনের লক্ষ্যমাত্রা সম্পর্কে মিলেরি আরও বলেন, এই ধরণের (স্মার্টগ্লাস প্রযুক্তির) বিবর্তনের আলোকে, এবং আমাদের উচ্চাভিলাষী পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে, আমরা এখন মেটার রে-ব্যান স্মার্টগ্লাসের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করতে চলেছি, যা আগামী বছরের শেষ নাগাদ বছরে ১ কোটি ইউনিটে পৌঁছাবে।
মিলেরি আরও জানান যে, মেটার সকল গ্লাস বা চশমাতেই থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাপোর্ট এবং সাবসক্রিপশনভিত্তিক বিভিন্ন সেবাও আসতে চলেছে মেটার স্মার্টগ্লাসে।
তিনি বলেন, তার প্রতিষ্ঠান এসিলরলাক্সোটিকা চায় মেটার মাল্টিমডাল এআই ফিচারগুলো বিশ্বব্যাপী আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাক।
উল্লেখ্য, এআর ও ভিআর প্রযুক্তি পণ্য তৈরির জন্য মেটার রয়েছে আলাদা ডিভিশন। রিয়েলিটি ল্যাবস নামের এই বিভাগটিতে মেটার এযাবৎকালের মোট বিনিয়োগ চলতি বছরই ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে জানা গেছে।
এমএএইচ