বৃহস্পতিবার; ১০ এপ্রিল ২০২৫; ২৭ চৈত্র ১৪৩১

এআই প্রযুক্তিতে বিশাল অংকের বিনিয়োগ করবে আলিবাবা ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

এআই প্রযুক্তিতে বিশাল অংকের বিনিয়োগ করবে আলিবাবা

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:৩৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা গ্রুপ আগামী তিন বছরে এআই প্রযুক্তিতে বিপুল অংকের বিনিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি এআই অবকাঠামো, ক্লাউড কম্পিউটিং, এআই ফাউন্ডেশন মডেল ও ন্যাটিভ অ্যাপ্লিকেশন তৈরির পাশাপাশি তাদের বিদ্যমান ব্যবসাগুলোকেও এআই প্রযুক্তিতে রূপান্তর করবে।

২০২৩ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে আলিবাবার রাজস্ব বেড়ে ২৮০ দশমিক ১৫ বিলিয়ন ইউয়ান হয়েছে, যা আগের বছরের চেয়ে ৮ শতাংশ বেশি। এই সময়ে কোম্পানির নিট মুনাফা ৩৩৩ শতাংশ বেড়ে ৪৬ দশমিক ৪৩ বিলিয়ন ইউয়ান হয়েছে।

আলিবাবার ক্লাউড ব্যবসা ১৩ শতাংশ বেড়েছে, যেখানে এআই সংশ্লিষ্ট পণ্যগুলোর রাজস্ব টানা ছয় প্রান্তিকে তিন অংকের প্রবৃদ্ধি অর্জন করেছে।

আলিবাবার প্রধান নির্বাহী কর্মকর্তা উ ইয়ংমিং বিনিয়োগকারীদের জানিয়েছেন, আমরা এআই যুগে প্রবেশের সাথে সাথে স্পষ্ট দেখতে পাচ্ছি, এআই অবকাঠামোর বিশাল চাহিদা রয়েছে। তাই আগামী তিন বছরে ক্লাউড ও এআই অবকাঠামোতে যে পরিমাণ বিনিয়োগ করা হবে তা গত এক দশকের বিনিয়োগকেও ছাড়িয়ে যাবে।

দেশীয় ও আন্তর্জাতিক ই-কমার্স, এআই ও ক্লাউড কম্পিউটিং ও ইন্টারনেট প্ল্যাটফর্মকে আগামীতে আলিবাবা বেশি গুরুত্ব দেবে বলেও জানান তিনি।

চীনা স্টার্টআপ ডিপসিকের নতুন এআই মডেল উন্মোচনের পর আলিবাবার শেয়ারের দামও গত এক মাসে প্রায় ৬০ শতাংশ বেড়েছে।

এ ছাড়া, আলিবাবা সম্প্রতি অ্যাপলের সঙ্গে একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে চীনে আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন এআই ফিচার আনা হবে।

সিএমজি অবলম্বনে

 

এমএএইচ

শেয়ার করুনঃ