বৃহস্পতিবার; ১০ এপ্রিল ২০২৫; ২৭ চৈত্র ১৪৩১

এবার গ্রাহকের কাছে গিয়ে সেবা দেবে গ্রামীণফোন ছবি- সংগৃহীত

এবার গ্রাহকের কাছে গিয়ে সেবা দেবে গ্রামীণফোন

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:৩৮, ৩ ফেব্রুয়ারি ২০২৫

সরাসরি গ্রাহকদের কাছে নিজেদের সেরা সেবাটি পৌঁছে দিতে ১ নম্বর এক্সপ্রেস নামের ক্যাম্পেইন চালু করলো গ্রামীণফোন। দেশব্যাপী অন-গ্রাউন্ড ও অনলাইন এই ক্যাম্পেইনটি আয়োজন করা হয়েছে গ্রাহকদের অনন্য এক অভিজ্ঞতা দেওয়ার জন্য। গ্রাহক-কেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে ধারাবাহিক উদ্ভাবনের মাধ্যমে গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা পূরণ করতে সংকল্পবদ্ধ গ্রামীণফোন। এই উদ্যোগ সেই প্রতিশ্রুতিরই উদাহরণ।

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামানের উপস্থিতিতে সম্প্রতি রাজধানীর জিপি হাউজে ১ নম্বর  এক্সপ্রেস বাসটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এসময় কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে একের মধ্যেই অনেক শীর্ষক নতুন থিম সং উম্মোচন করে গ্রামীণফোন। সব ক্ষেত্রে সেরা সেবাটি পাওয়ার চূড়ান্ত গন্তব্য হচ্ছে গ্রামীণফোন- গানটি এই প্রতিশ্রুতিরই প্রতিফলন। গানটি পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী প্রীতম হাসান।

গ্রামীণফোন তার গ্রাহকদের সবসময় সংযোগের চেয়ে বেশি কিছু দেওয়ার চেষ্টা করে; ১ নম্বর এক্সপ্রেস শুধু একটি ক্যাম্পেইন নয়, একটি অভিজ্ঞতা। গ্রাহকদের সেরা অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে দেশজুড়ে চলবে এই  ক্যাম্পেইন। এই অ্যাক্টিভেশনের মাধ্যমে দেশব্যাপী শত শত জায়গায় গ্রামীণফোনের নেটওয়ার্কের শক্তি ও সুবিধা তুলে ধরতে ইন্টারেক্টিভ ও আকর্ষণীয় অভিজ্ঞতা প্রদান করবে কোম্পানিটি। ক্যাম্পেইনের মাধ্যমে নিজের সুবিধামত মাইজিপিতে ডেটা অফার থেকে শুরু করে নিরবচ্ছিন্ন স্ট্রিমিং, ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) অভিজ্ঞতা, হাই-স্পিড ও লো-পিং গেমিং, কাস্টমাইজড ফ্লেক্সিপ্ল্যান প্যাকেজসহ উপভোগ করতে পারবেন। 

অংশগ্রহণকারীদের অনন্য অভিজ্ঞতা দিতে ক্যাম্পেইনটিতে থাকবে আকর্ষণীয় সব ইন্টারঅ্যাক্টিভ কার্যক্রম। গ্রাহকরা তাদের বৈচিত্র্যময় চাহিদার সাথে মিল রেখে গ্রামীণফোনের বিভিন্ন পণ্য ও সেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত হতে পারবেন। ক্যাম্পেইনের বিশেষ আকর্ষণগুলোর মধ্যে রয়েছে লাইভ মিউজিক পারফরম্যান্স, মিনি কনসার্ট, ইমার্সিভ গেমিং জোন ও মজার কুইজ প্রতিযোগিতা। এছাড়া গ্রামীণফোনের লোগোযুক্ত টিশার্ট, রিস্ট-ব্যান্ডসহ বিভিন্ন ব্র্যান্ডেড মার্চেন্ডাইজের পাশাপাশি বিশেষ ডাটা বা বিনোদনমূলক প্লেপ্যাকস অফার উপভোগ করতে পারবেন অংশগ্রহণকারীরা। নির্ধারিত স্থান থেকে নাম্বার ওয়ান সিম প্ল্যান, জিপিফাই ও আলোর মত সেবাগুলো কেনা যাবে।

এমএএইচ

শেয়ার করুনঃ