বৃহস্পতিবার; ১০ এপ্রিল ২০২৫; ২৭ চৈত্র ১৪৩১

কিস্তিতে কেনা যাবে ইনফিনিক্স স্মার্টফোন ছবি- সংগৃহীত

কিস্তিতে কেনা যাবে ইনফিনিক্স স্মার্টফোন

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:১৪, ২১ জানুয়ারি ২০২৫

বর্তমান বিশ্বে স্মার্টফোন মানুষের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। স্মার্টফোনকে তাই আরও সহজলভ্য করতে এবং সবার হাতের নাগালে পৌঁছে দিতে স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স, বৈশ্বিক ফিনটেক প্ল্যাটফর্ম পাম পের সাথে অংশীদারিত্ব করেছে। এটি ইনফিনিক্সের অত্যাধুনিক প্রযুক্তিকে পাম পের উদ্ভাবনী আর্থিক সমাধানের সঙ্গে যুক্ত করেছে, যা ডিজিটাল  বৈষম্য কমাতে এবং লাখো মানুষকে আধুনিক সংযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে সাহায্য করবে।

পাম পে ও ইনফিনিক্স-এর এই যৌথ উদ্যোগের ফলে গ্রাহকরা এখন থেকে কোন ক্রেডিট কার্ড ছাড়াই কিস্তিতে স্মার্টফোন কিনতে পারবেন। এই অংশীদারিত্ব সীমিত আয়ের মানুষদের বিশেষ সুবিধা দেবে। বিশেষ করে, যাদের পক্ষে এককালীন বড় অঙ্কের টাকা যোগাড় করে পছন্দের স্মার্টফোন কেনাটা বেশ কষ্টসাধ্য, তাদের জন্য এই উদ্যোগ একটি আশীর্বাদ। কেননা পাম পের উন্নত ও ইউজার ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম গ্রাহকদের নিরাপদ কিস্তির সুযোগ প্রদান করে; যা ইনফিনিক্সের গ্রাহকদের উন্নত মোবাইল প্রযুক্তি সহজলভ্য করার প্রতিশ্রুতির প্রতিফলন ঘটায়। 

দৈনন্দিন কর্মজীবন, সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট তৈরি বা শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট- সব কাজেই একটি দরকার একটি ভালো ডিভাইস। তবে এককালীন অর্থপ্রদানের আর্থিক চাপে দামি স্মার্টফোন কেনা অনেকের জন্য একটি চ্যালেঞ্জ। ইনফিনিক্স ও পাম পের এই অংশীদারিত্ব এই চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করছে, সাশ্রয়ী ও ঝামেলামুক্ত  কিস্তি ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের প্রযুক্তির সঙ্গে জীবনমান উন্নত করার সুযোগ দিচ্ছে।

খুব সহজেই গ্রাহকরা ঝামেলা ছাড়া স্মার্টফোন কিনিতে পারবেন। যেমন- ১০ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন কেনার জন্য গ্রাহকদের প্রাথমিকভাবে মাত্র ২ হাজার ৫০৫ টাকা প্রদান করতে হবে। যার মধ্যে ডাউন পেমেন্ট ২০ শতাংশ-  ২ হাজার টাকা; এককালীন সদস্য ফি ২৫ টাকা; প্রসেসিং ফি (ঋণের পরিমাণের ১ শতাংশ) ৮০ টাকা এবং নিরাপত্তা জামানত (মোট মূল্যের ৫ শতাংশ) ৪০০ টাকা; যা শেষ কিস্তিতে সমন্বয় হবে।

বাকি অর্থ, মাসিক দুই শতাংশ সার্ভিস চার্জসহ, ছয়টি সমান কিস্তিতে পরিশোধ করা যাবে। প্রতিটি কিস্তি হবে ১ হাজার ৪৯৪ টাকা এবং শেষ কিস্তি, নিরাপত্তা জামানতের কারণে হ্রাসপ্রাপ্ত হয়ে হবে ১ হাজার ৯৪ টাকা। এই ব্যবস্থায় গ্রাহকরা কোনও প্রকার লুকায়িত খরচ ছাড়াই আর্থিক নমনীয়তা উপভোগ করতে পারবেন।

এই সুবিধা ভোগ করতে গ্রাহকদের গ্রাহকদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের কপি; মোবাইল নম্বর; অফিসের আইডি কার্ড; জামিনদারের এনআইডি কার্ডের কপি জমা দিতে হবে। এক্ষেত্রে জামিনদারকে অবশ্যই পরিবারের সদস্য হতে হবে। পাশাপাশি ক্রেতার আয়ের সঠিক বিবরণী দিতে হবে। -বিজ্ঞপ্তি

এমএএইচ

শেয়ার করুনঃ