আইফোন ১৭ এয়ার নাকি ১৭ স্লিম?
Published : ১৬:২৩, ৫ জানুয়ারি ২০২৫
এবারের শরতে অ্যাপল যখন তাদের আসন্ন আইফোন ১৭ -এর ডিজাইন উন্মুক্ত করে তখন দেখা যায় সেখানে সম্পূর্ণ নতুন নামের একটি মডেল আসছে যা ইতোপূর্বে কখনও আসেনি। মডেলটির নাম আইফোন ১৭ -এয়ার অথবা আইফোন ১৭ স্লিম -এর যেকোনও একটি হতে পারে।
ম্যাক রিউমারে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী নতুন মডেলের আইফোনটির পুরুত্ব হতে পারে ৬.২৫ মিলিমিটার। অর্থাৎ এটি আগের যেকোনও মডেলের চাইতে সবচেয়ে পাতলা একটি মডেল। মডেলটি আইফোন ১৬ প্রোর তুলনায় অন্তত ২৫ শতাংশ পাতলা। অন্যান্য কিছু প্রকাশিত রিপোর্টেও একই ধারণা পাওয়া গেছে।
সংবাদ মাধ্যম ফোর্বস জানায়, আগের মডেলগুলোর ভেতরে আইফোন ৬ ছিল সবচেয়ে পাতলা। এর পুরুত্ব ছিল ৬.৯ মিলিমিটার। নতুন এই মডেলের দাম সম্পর্কে একটি ধারণা পাওয়া গেছে তা হলো, এর দাম আইফোন ১৬ প্লাস -এর সমান বা কাছাকাছি মূল্যের। আইফোন ১৬ -এর দাম ছিল ৮৯৯ ডলার। তবে এবারের সিরিজে প্লাস মডেলের কোনও আইফোন থাকবে না বলে জানা গেছে।
এমএএইচ