শনিবার; ০৪ জানুয়ারি ২০২৫; ২০ পৌষ ১৪৩১

নিউ ইয়ার উপলক্ষে হোয়াটসঅ্যাপে তিনটি ফিচার ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

নিউ ইয়ার উপলক্ষে হোয়াটসঅ্যাপে তিনটি ফিচার

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৬:৪৭, ২৩ ডিসেম্বর ২০২৪

নতুন বছরকে সুন্দরভাবে উদযাপনের জন্য হোয়াটসঅ্যাপ তিনটি বিশেষ ফিচার চালু করেছে। তবে এগুলো সাময়িক সময়ের জন্য। ফিচারটি হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় সংস্করণেই ব্যবহার করা যাবে। ফিচারগুলো জানুয়ারির ৩ তারিখ পর্যন্ত কার্যকর থাকবে।

ফিচারগুলোর মধ্যে একটি হলো এনওয়াইই কলিং ইফেক্ট। এই ফিচারের মাধ্যমে নতুন বছরকে উৎসবমুখর করতে ভিডিও কলে যুক্ত হয়েছে বিশেষ ব্যাকগ্রাউন্ড, ফিল্টার ও স্পেশাল ইফেক্ট।

দ্বিতীয় যে ফিচারটি যুক্ত হয়েছে সেটি হলো- অ্যানিমেটেড রি-অ্যাকশান। উৎসবের আমেজ বজায় রাখতে মেসেজে বিভিন্ন রি-অ্যাক্ট করলে পর্দায় অ্যানিমেশান দেখা যাবে। অ্যানিমেশানটি উভয় পক্ষের ডিসপ্লেতেই প্রদর্শিত হবে।

সবশেষে রয়েছে নতুন স্টিকার প্যাক। এটি নতুন বছরের জন্য বিশেষভাবে তৈরি করা স্টিকার প্যাক। এই প্যাকের স্টিকারগুলো ব্যবহার করে নতুন বছরের শুভেচ্ছা দেওয়াকে আরও সুন্দর ও সৃজনশীলভাবে উপস্থাপন করা যাবে। সুবিধাগুলো ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ আপডেট থাকতে হবে।

এমএএইচ

শেয়ার করুনঃ