ভাঁজযোগ্য ফোন আনবে অ্যাপল
Published : ১৮:০৯, ১৮ ডিসেম্বর ২০২৪
ডিজাইনে নতুনত্ব আনতে যাচ্ছে অ্যাপল। আগামী বছরে যে আইফোন আসবে তা হতে পারে অনেক বেশি পাতলা। আরেকটি বিশেষ খবর হলো ভাঁজযোগ্য বা ফোল্ডেবল ফোন আনতে পারে এই টেক জায়ান্ট। সম্প্রতি এমনটাই জানা গেছে ওয়াল স্ট্রিট জার্নাল থেকে।
সূত্র অনুযায়ী, পাতলা ফোনটির পুরুত্ব হতে পারে অন্তত ৮ মিলিমিটার। ফোনটির ক্যামেরায় তেমন একটা জটিলতা থাকার সম্ভাবনা নেই। পাতলা এই ফোন দামেও সাশ্রয়ী হবে বলে জানায় সংবাদমাধ্যমটি।
যদিও ইতোমধ্যে স্যামসাং, গুগল, মটোরোলা ও হুয়াওয়ের ফোল্ডেবল ফোন অনেক আগেই বাজারে এসেছে। তবে ধারণা করা হচ্ছে, অ্যাপলের ফোল্ডেবল ফোনটি এসব ফোন থেকে একটু ভিন্ন রকমের হবে। এখনের ফোল্ডেবল ফোনটি সম্পূর্ণ খুললে এর স্ক্রিন ১৯ ইঞ্চি পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে ওয়ালস্ট্রিট জার্নাল।
জানা যায়, আইফোন ১৬ এবং আরও অন্যান্য নতুন কিছু পণ্য বাজারে আসার পর অ্যাপেলের মার্কেট ক্যাপিটালাইজেশন বেড়ে দাঁড়িয়েছে ৩.৭৯ ট্রিলিয়ন ডলারে। বর্তমানে এটাই এখন পৃথিবীর সবচেয়ে দামি কোম্পানি।
এমএএইচ