আইফোনের সাথে পাল্লা দিতে পারে এমন ৫টি অ্যান্ড্রয়েড ফোন
Published : ১৮:০২, ২ ডিসেম্বর ২০২৪
স্মার্টফোনের দুই ধরন অ্যাপেল আর অ্যান্ড্রয়েড। যার মধ্যে অ্যাপেলের আইফোন বাজারে সব সময় সেরা হিসেবে প্রতিনিধিত্ব করে আসছে। কিন্তু সেরা হলেও ব্যবহারকারীরা যে সব সময় আইফোনকেই পছন্দ করে বিষয়টা কিন্তু তা নয়। দুটোর অপারেটিং সিস্টেমে বিশেষ কিছু পার্থক্য থাকায় কেউ আইফোন ব্যবহার করে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন আবার কেউ অ্যান্ড্রয়েড ফোন। আর পারফরমেন্সের দিক দিয়ে আইফোনের পারফরমেন্স অনেক ভালো হলেও বাজারে কিছু অ্যান্ড্রয়েড ফোন রয়েছে যাদের পারফরমেন্সকে আইফোনের সঙ্গে তুলনা করা যেতে পারে। নিচে এমন পাঁচটি অ্যান্ড্রয়েড ফোন সম্পর্কে আলোচনা করা হলো-
স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা
বর্তমানে স্যামসাং গ্যালাক্সির এই সর্বোচ্চ ফ্ল্যাগশিপ ফোনটি আইফোনের একটি অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বী বলা যেতে পারে। ফোনটিতে রয়েছে ২০০ মেগাপিক্সেল কোয়াড কোর ক্যামেরা, ৫এক্স অপটিক্যাল জুম আর ৮কে ভিডিও রেকর্ডিং। ফোনের ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ৬.৮ ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ২এক্স ডিসপ্লে। হার্ডওয়্যারে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট। ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি।
গুগল পিক্সেল ৯
আইফোনের আরেকটা প্রতিদ্বন্দ্বী গুগলের পিক্সেল ৯ ফোনের ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ৬.৩ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে। ডিসপ্লেটির রিফ্রেস রেট ১২০ হার্টজ। হার্ডওয়্যারে টেনসর জি৪ চিপ ব্যবহার করা হয়েছে। ক্যামেরায় রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা যার মেইন ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের আর সঙ্গে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। পিক্সেল ৯-এ রয়েছে দুর্দান্ত সব এআই ফিচার ও ফটোগ্রাফির জন্য বিশেষ কিছু ফিচার। ফোনটাকে সাত বছর পর্যন্ত আপডেট করা যাবে। সব মিলিয়ে আইফোনের একটি আদর্শ প্রতিদ্বন্দ্বী এটি।
শাওমি ১৪ আলট্রা
আইফোনের তৃতীয় প্রতিদ্বন্দ্বী শাওমি-১৪ আলট্রা, এর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ৬.৭৩ ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে। হার্ডওয়্যারে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট। ক্যামেরায় রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা-সহ লেইকা কোয়াড ক্যামেরা সিস্টেম। রয়েছে ৮কে ভিডিও সুবিধা। ফোনটিতে টু-ওয়ে স্যাটেলাইট কমিউনিকেশন ব্যবস্থা রয়েছে। ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে ৫০০০ এমএইচ ব্যাটারি। ফোনটি পারফরমেন্স এবং ফটোগ্রাফিতে আইফোনকে পাল্লা দেওয়ার মত আদর্শ একটি ফোন।
ভিভো এক্স ১০০ প্রো
ভিভোর এই ফ্ল্যাগশিপ ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে ৬.৭৮ ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে। হার্ডওয়্যারে রয়েছে ডিমেন্সিটি ৯৩০০ চিপ। ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা-সহ জেসিস-ব্যাকড ট্রিপল ক্যামেরা সিস্টেম। ব্যাটারিতে রয়েছে ৫৪০০ এমএএএইচ ব্যাটারি। ফোনটিতে রয়েছে এক টেরাবাইট পর্যন্ত স্টোরেজ ক্যাপাসিটি। ডিজাইন এবং কাটিং এর প্রযুক্তিতে সেরা একটি ফোন এটি।
ওয়ান প্লাস ১২
ওয়ানপ্লাস ১২ এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ৬.৮২ ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে। হার্ডওয়্যারে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট। ক্যামেরায় ব্যবহার করা হয়েছে হ্যাসেলব্লাড টিউনড ট্রিপল ক্যামেরা সেটআপ। ক্যামেরাগুলোর মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড লেন্স, ৬৪ মেগাপিক্সেলের টেলি ফটো লেন্স আর ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে ৫৪০০ এমএইচ ব্যাটারি। সাশ্রয়ী দামে আইফোনের একটি ভালো বিকল্প অ্যান্ড্রয়েড ফোন এটি।
তথ্য সূত্র: টাইমস নাউ নিউজ ডট কম
নিউজবাংলাদেশ.কম/এমএএইচ