সোমবার; ২৩ ডিসেম্বর ২০২৪; ৮ পৌষ ১৪৩১

অ্যান্ড্রয়েড মোবাইলের যে ৭টি অ্যাপ আপনাকে দেবে আরাম ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

অ্যান্ড্রয়েড মোবাইলের যে ৭টি অ্যাপ আপনাকে দেবে আরাম

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:১৮, ২৪ নভেম্বর ২০২৪

উইজেট হলো এমন একটি ফিচার যার মাধ্যমে খুব সহজেই একটি অ্যাপের সুবিধা গ্রহণ করা যায়। অ্যান্ড্রয়েডে এমন অসংখ্য উইজেট রয়েছে এবং ইচ্ছামতো বিভিন্ন সংখ্যক উইজেট আপনি ব্যবহারও করতে পারেন। যা আপনাকে দেবে আরাম। কিন্তু সমস্যা হল কোন উইজেট আপনার সবচেয়ে ভালো কাজে আসবে সেটা নির্বাচন করাই অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয়। কোনটা কিভাবে কাজে আসবে এটা বের করাই মুশকিল হয়ে পড়ে অনেকের ক্ষেত্রে। নিচে এমন অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয় সাতটি উইজেট নিয়ে আলোচনা করা হলো।

১. ইনোরিডার

নিউজ পড়ার জন্য খুবই কার্যকর একটি উইজেট। নিজের পছন্দের নিউজগুলো এক জায়গায় দেখার জন্য খুবই ভালো একটি অ্যাপ এটি। এখানে নিজের পছন্দমত নিউজ ফিলটার করে দেখার সুযোগ রয়েছে। কোন নিউজগুলো পড়া হয়েছে আর কোন নিউজগুলো পড়া হয়নি সেগুলো মার্কিং করে রাখার সুবিধা রয়েছে এখানে।

২. গুগল কিপ

নোট রাখার জন্য পারফেক্ট একটি অ্যাপ। বাজারের তালিকা রাখা, জরুরি কোনও ঠিকানা টুকে রাখা, আবার যেসব তথ্য হর-হামেশা দরকার পড়ে সেগুলো টুকে রাখা ইত্যাদি। এসব কাজে গুগল কিপ -এর কোনও তুলনা হয় না। প্রয়োজনে রিমাইন্ডার সেট করেও রাখা যায়। মোবাইল এবং ডেস্কটপ উভয় জায়গা থেকেই ব্যবহার করা যায় এটি। এটি গুগল ড্রাইভের সাথে যুক্ত তাই তথ্য হারানোর সুযোগও নেই।

৩. টিকটিক

এটি একটি ম্যানেজমেন্ট অ্যাপ। এর মাধ্যমে ক্যালেন্ডার টাস্ক এবং যেসব কাজ অভ্যাসগতভাবে করতে হয় এগুলো টুকে রাখা যায়। আপনি যদি টু-ডু লিস্ট তৈরি করতে চান তাহলে এটি যেকোনও টাস্ককে ক্যাটাগরিতে ভাগ করে দেবে। কিভাবে টাইম ম্যানেজ করে কাজ করতে হবে সে ব্যাপারেও সহায়তা করবে এই অ্যাপ।

৪. গুগল অ্যাসিস্ট্যান্ট

আশেপাশে অনেক বিষয় রয়েছে যা আমরা জানি না। আবার অনেক বস্তু দেখি যেটা সম্পর্কে আমাদের কোনও ধারণা নেই। কিন্তু হঠাৎ করেই অনেক বিষয় বা অনেক বস্তু সম্পর্কে আমাদের ধারণা করাটা প্রয়োজন হয়ে পড়ে। এর জন্য ভালো একটি সমাধান হলো গুগল অ্যাসিস্ট্যান্ট। এখানে যেকোনও প্রশ্ন করলে সে সম্পর্কে একটি উত্তর দিয়ে দেবে। আবার টাস্ক ম্যানেজমেন্ট বা ফোন কল থেকে শুরু করে এ ধরনের অপারেশনাল হেল্পও করে গুগল অ্যাসিস্ট্যান্ট।

৫. কেডাব্লিউজিটি কাস্টম উইজেট মেকার

এই অ্যাপের কাজ হলো বিভিন্ন উইজেটকে আকর্ষণীয় করে উপস্থাপন করা। ফোনের সবগুলো উইজেট যদি একই রঙে থাকে তাহলে বিভিন্ন উইজেটকে পার্থক্য করা কঠিন হয়ে যেতে পারে। তাই একেক টাকে এক এক কালারে উপস্থাপন করার জন্য এই অ্যাপটি বিশেষ কার্যকর।

৬. ডিজিটাল ওয়েলবিং

আমরা মোবাইলে প্রচুর সময় ব্যয় করি। অনেক ক্ষেত্রে কাজের প্রয়োজনে ব্যয় করা হলেও অনেক সময় অপ্রয়োজনীয় সময় ব্যয় করা হয়। এই অ্যাপটি বলে দেবে আপনি কোন অ্যাপে কি পরিমাণ সময় ব্যয় করছেন। সেলফ টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই অ্যাপটি হতে পারে বিশেষ কার্যকর একটি অ্যাপ।

৭. শ্যাজম

হঠাৎ নতুন একটি গান শুনে খুব ভালো লাগলো। কিন্তু এই গানটি আপনি এর আগে কখনো শোনেননি। সেটা কোন গান তা বের করার জন্য সহায়ক একটি অ্যাপ এটি। একটি কিছু সময়ের অডিও শুনে বলে দিতে পারবে এটি কোন গান। গান খুঁজে বের করার জন্য খুব ভালো একটি অ্যাপ এটি।

-অ্যান্ড্রয়েড পুলিশ অবলম্বনে 

এমএএইচ

শেয়ার করুনঃ