সোমবার; ২৩ ডিসেম্বর ২০২৪; ৮ পৌষ ১৪৩১

আসছে দারাজের ১১.১১ ক্যাম্পেইন ছবি- সংগৃহীত

আসছে দারাজের ১১.১১ ক্যাম্পেইন

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:৩৩, ৫ নভেম্বর ২০২৪

শুরু হতে যাচ্ছে বছরের সবচেয়ে প্রতীক্ষিত ক্যাম্পেইন দারাজ ১১.১১। সপ্তমবারের মতো এই সেলের আয়োজন করছে অনলাইন মার্কেটপ্লেসটি। আগামী ১১ নভেম্বর মধ্যরাত থেকে শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে এই ১১.১১ ক্যাম্পেইন। এ বছর ১১.১১ ক্যাম্পেইন হবে আরও বেশি আকর্ষণীয়। গ্রাহকদের মেগা এক্সপেরিয়েন্স দিতে থাকছে ৫০ কোটি টাকার ভাউচার, ফ্রি ডেলিভারি এবং ফ্ল্যাশ সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়।

দারাজ ১১.১১ ক্যাম্পেইনে পাওয়া যাবে বিস্তৃত পরিসরে বিভিন্ন পণ্য। ফ্যাশন ও লাইফস্টাইল, ইলেকট্রনিক্স, স্বাস্থ্য ও সৌন্দর্যবিষয়ক এবং নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীসহ অন্যান্য বিভিন্ন ক্যাটাগরির পণ্য পাওয়া যাবে এবারের আয়োজনে। এতে অংশগ্রহণ করছে অসংখ্য ব্র্যান্ড। ১১.১১ ক্যাম্পেইনের পার্টনার ব্র্যান্ডগুলো তাদের নতুন কালেকশন এবং এক্সক্লুসিভ পণ্য প্রদর্শন করবে।

১১.১১ ক্যাম্পেইনে ক্যাশলেস লেনদেনের সুযোগ তৈরি করার লক্ষ্যে বেশ কয়েকটি জনপ্রিয় পেমেন্ট পার্টনারের সঙ্গে কাজ করেছে দারাজ, ফলে মেগা এক্সপেরিয়েন্সে যোগ হবে নতুন মাত্রা। গ্রাহকরা ক্যাশ অন ডেলিভারি সুবিধার পাশাপাশি বিকাশ ও নগদ-এর মতো অন্যান্য সুবিধাজনক পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে পণ্য কিনতে পারবেন। এছাড়া, ০% ইন্টারেস্টে ৬ মাসের ইএমআই সুবিধা নিয়েও পছন্দের পণ্য কিনতে পারবেন তারা।

দারাজ বাংলাদেশের হেড অব জেনারেল অপারেশনস সুমাইয়া রহমান বলেন, এফএমসিজি থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ১ লাখ ৫০ হাজার হট ডিল অফার থাকছে গ্রাহকদের জন্য। এছাড়া তাদের মেগা এক্সপেরিয়েন্স দিতে, বাই মোর, সেভ মোর এবং অ্যানি থ্রি চয়েস আইটেমস -এর মতো গ্রাহকবান্ধব অফার থাকছে।

 

এমএএইচ

শেয়ার করুনঃ