সোমবার; ২৩ ডিসেম্বর ২০২৪; ৮ পৌষ ১৪৩১

দেশে এলো আইমা ব্র্যান্ডের মোটরবাইক ছবি- সংগৃহীত

দেশে এলো আইমা ব্র্যান্ডের মোটরবাইক

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৩:৪৩, ৪ নভেম্বর ২০২৪

বাংলাদেশে এলো চীনের বিশ্বখ্যাত আইমা ব্র্যান্ডের ইলেকট্রিক মোটরবাইক আইমা এফ-৬২৬। পরিবেশবান্ধব ব্যাটারি চালিত এই ইলেকট্রিক মোটরবাইকটি এনেছে দেশীয় প্রতিষ্ঠান ডিএক্স গ্রুপ। মোটরবাইকটি ইতোমধ্যে দেশের বাজারে পাওয়া যাচ্ছে। আইমা এফ-৬২৬ মডেলটি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) অনুমোদিত একটি ব্র্যান্ড।

আইমা এফ-৬২৬ মডেলটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪৫ কিলোমিটার। ৭-৮ ঘণ্টা একবারের পূর্ণ চার্জে বাইকটি চলবে টানা ৮০ কিলোমিটার পর্যন্ত। একবারের চার্জেই মোটরবাইকটি দিয়ে সারাদিনের কাজ সেরে ফেলা যাবে। এর সামনের ব্রেকে ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক এবং রিয়ারে ড্রাম ব্রেক। ৮০০ ওয়াট মোটরের বাইকটিতে আরও ব্যবহার করা হয়েছে ৭২ ভোল্ট আর ২২ অ্যাম্পিয়ারের গ্রাফিন লেড-অ্যাসিড ব্যাটারি।

মোটরবাইকটির মোটরে রয়েছে দুই বছরের ওয়ারেন্টি। পাশাপাশি ব্যাটারি-সহ অন্যান্য যন্ত্রাংশেও আছে বিভিন্ন মেয়াদে ওয়ারেন্টি। ব্যাটারি-সহ মোটরবাইকটির ওজন ১০৬ কেজি। এর বাজার মূল্য ১ লাখ ২৭ হাজার ৫০০ টাকা হলেও বর্তমানে মোটরবাইকটিতে ১০ হাজার টাকা ডিসকাউন্ট অফার চলছে।

 

এমএএইচ

শেয়ার করুনঃ